ETV Bharat / bharat

মোদি-ট্রাম্প কথায় চিন প্রসঙ্গ, ফ্লয়েড তদন্তের খোঁজ প্রধানমন্ত্রীর - George Floyd Protests

সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,ভারত-চিন সীমান্ত সমস্যা, জর্জ ফ্লয়েডের মৃত্যু সহ একাধিক ইশুতে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদি ও ট্রাম্পের মধ্যে।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 10:03 PM IST

Updated : Jun 3, 2020, 1:13 AM IST

দিল্লি, 2 জুন : ভারত-চিন সীমান্তে ক্রমবর্ধমানসমস্যা নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প । বাড়িয়ে দিয়েছিলেন মধ্যস্থতার হাত । আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবেসমস্যা মেটানোর ইঙ্গিতও দিয়েছিল ভারত । তবুও নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পবৈঠকের দিকে তাকিয়ে ছিলেন কূটনীতিকরা । আজ সেই জল্পনাকেই খানিকটা উসকে দিল মোদি-ট্রাম্পের ফোন-আলাপ । কথা হল ফ্লয়েড মৃত্যু নিয়েও ।

আজসরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ঘটা একাধিক ইশু নিয়ে ফোনেনরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে । উঠে এসেছে লাদাখে ভারত-চিনসীমান্ত সমস্যাও । তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি এইবিবৃতিতে । উল্লেখ্য দিন কয়েক আগে অ্যামেরিকার হাউজ় অব রিপ্রেজেন্টেটিভসের ফরেনঅ্যাফেয়ার্স কমিটির প্রধান ইলিয়ট অ্যাঞ্জেলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।বলেছিলেন, চিনকে আমার আবেদন, যেনকূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা হয় । এর মাঝেই প্রেসিডেন্টটুইট করে বলেছিলেন, "অ্যামেরিকা, ভারত ও চিনের বর্তমান সীমান্ত পরিস্থিতির মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম ।" এরপরই ভারতও চিনের বিদেশ মন্ত্রক সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার কথা বলেছিল । তবেভারত-চিন সীমান্তের সমস্যায় অ্যামেরিকা যে ভারতের পাশে রয়েছে, আজকের আলোচনায় আরও একবার সেই ইঙ্গিতমিলল ।

এদিন কথা হয় জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়েও । পুলিশি হেপাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডেরখুনের ঘটনায় অ্যামেরিকার প্রায় 75টির বেশি শহরে ছড়িয়েছে প্রতিবাদের আগুন । পরিস্থিতি নিয়ন্ত্রণেআনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । লাঠিচার্জ, কাঁদানে গ্যাস বা প্রেসিডেন্টেরসতর্কবার্তা কোনও কিছুই দমাতে পারেনি বিক্ষোভকারীদের । আজ এবিষয়েও দুই দেশেরআলোচনা হয় । বর্তমান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, সেনিয়েও ট্রাম্পের কাছে জানতে চাননরেন্দ্র মোদি । দ্রুত এই সমস্যা যাতে মিটে যাবে, বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প ।

আজকের আলোচনায় G7 সামিটে ভারতকে অন্তর্ভুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প । প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকে G7 সম্মেলনেআমন্ত্রণও জানিয়েছেন তিনি । G7 গ্রুপে ভারতের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ দেশগুলিকেঅন্তর্ভুক্ত করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি ।

দিল্লি, 2 জুন : ভারত-চিন সীমান্তে ক্রমবর্ধমানসমস্যা নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প । বাড়িয়ে দিয়েছিলেন মধ্যস্থতার হাত । আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবেসমস্যা মেটানোর ইঙ্গিতও দিয়েছিল ভারত । তবুও নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পবৈঠকের দিকে তাকিয়ে ছিলেন কূটনীতিকরা । আজ সেই জল্পনাকেই খানিকটা উসকে দিল মোদি-ট্রাম্পের ফোন-আলাপ । কথা হল ফ্লয়েড মৃত্যু নিয়েও ।

আজসরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ঘটা একাধিক ইশু নিয়ে ফোনেনরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে । উঠে এসেছে লাদাখে ভারত-চিনসীমান্ত সমস্যাও । তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি এইবিবৃতিতে । উল্লেখ্য দিন কয়েক আগে অ্যামেরিকার হাউজ় অব রিপ্রেজেন্টেটিভসের ফরেনঅ্যাফেয়ার্স কমিটির প্রধান ইলিয়ট অ্যাঞ্জেলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।বলেছিলেন, চিনকে আমার আবেদন, যেনকূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা হয় । এর মাঝেই প্রেসিডেন্টটুইট করে বলেছিলেন, "অ্যামেরিকা, ভারত ও চিনের বর্তমান সীমান্ত পরিস্থিতির মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম ।" এরপরই ভারতও চিনের বিদেশ মন্ত্রক সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার কথা বলেছিল । তবেভারত-চিন সীমান্তের সমস্যায় অ্যামেরিকা যে ভারতের পাশে রয়েছে, আজকের আলোচনায় আরও একবার সেই ইঙ্গিতমিলল ।

এদিন কথা হয় জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়েও । পুলিশি হেপাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডেরখুনের ঘটনায় অ্যামেরিকার প্রায় 75টির বেশি শহরে ছড়িয়েছে প্রতিবাদের আগুন । পরিস্থিতি নিয়ন্ত্রণেআনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । লাঠিচার্জ, কাঁদানে গ্যাস বা প্রেসিডেন্টেরসতর্কবার্তা কোনও কিছুই দমাতে পারেনি বিক্ষোভকারীদের । আজ এবিষয়েও দুই দেশেরআলোচনা হয় । বর্তমান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, সেনিয়েও ট্রাম্পের কাছে জানতে চাননরেন্দ্র মোদি । দ্রুত এই সমস্যা যাতে মিটে যাবে, বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প ।

আজকের আলোচনায় G7 সামিটে ভারতকে অন্তর্ভুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প । প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকে G7 সম্মেলনেআমন্ত্রণও জানিয়েছেন তিনি । G7 গ্রুপে ভারতের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ দেশগুলিকেঅন্তর্ভুক্ত করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি ।

Last Updated : Jun 3, 2020, 1:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.