ETV Bharat / bharat

ভারতের সীমান্ত পরিকাঠামোর নতুন শক্তি, অটল টানেলের উদ্বোধন প্রধানমন্ত্রীর - অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ।

Atal Tunnel
নরেন্দ্র মোদি
author img

By

Published : Oct 3, 2020, 10:48 AM IST

Updated : Oct 3, 2020, 12:06 PM IST

মানালি , 3 অক্টোবর : হিমাচলপ্রদেশের রোহতাংয়ে অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল।

অটল টানেলের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন । জানান , এতদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র স্বপ্ন বাস্তবরূপ পেয়েছে । তাঁর নামেই এই টানেলটির নামকরণ করা হয়েছে । এই টানেলটি সীমান্তের পরিকাঠামো অনেক শক্তিশালী করবে । এই বিষয়ে তিনি বলেন , " অটল টানেল ভারতের সীমান্তের পরিকাঠামোকে নতুন শক্তি দেবে । এটি বিশ্বমানের সীমান্ত যোগাযোগের মাধ্যম । কিন্তু দীর্ঘদিন ধরে এই জাতীয় প্রকল্পগুলি হয় পরিকল্পনার পর্যায়ে থেকে বেরিয়ে আসতে পারেনি বা মাঝপথে আটকে গিয়েছে ।

শুধু তাই নয় , লাদাখের সঙ্গে মানালির যোগাযোগ আরও সুগম হবে বলে মত প্রধানমন্ত্রীর । এই বিষয়ে তিনি বলেন , "এই সুড়ঙ্গটি হিমাচলের জন্য কেবল গুরুত্বপূর্ণই নয় , এর সঙ্গে লাদাখের যোগাযোগকে আরও সহজ করে তুলবে । প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় বেঁচে যাবে । পাহাড়বাসী এই চার বা পাঁচ ঘণ্টা সময় কমে যাওয়ার তাৎপর্য কতটা তা জানে ।

মানালি-লাহুল-স্পিতি পর্যন্ত 9.02 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই অটল টানেল । এর আগে প্রতিবছর প্রায় ছয় মাস এই রাস্তায় তুষারপাতের কারণে প্রভাব পড়ত । অটল টানেলের সাউথ পোর্টালটি মানালি থেকে 25 কিলোমিটার দূরত্বে 3,060 মিটার উচ্চতায় অবস্থিত । টানেলের নর্থ পোর্টালটি লাহাউল ভ্যালির 3.071 মিটার উচ্চতায় তেলিং গ্রামের কাছে অবস্থিত । ঘোড়ার ক্ষুরের মতো আকৃতি বিশিষ্ট, একক টিউব, দুই লেনের টানেল এটি । এর মধ্যে আট মিটারের একটি রাস্তা রয়েছে । একদিনে এই টানেলের মধ্যে দিয়ে 3000 গাড়ি যাতায়াত করতে পারবে । প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে একদিনে চলাচল করতে পারবে 1500 ট্রাক । 3000 গাড়ি যেতে পারবে । আধুনিক ইলেকট্রোকেমিকাল পদ্ধতিতে তৈরি হয়েছে টানেলটি । থাকছে সেমি ট্রান্সভার্সে ভেন্টিলেশন সিস্টেম, ইলুমিনেশন এবং মনিটরিং সিস্টেম । এই টানেলে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এর মধ্যে জরুরি যোগাযোগের জন্য প্রতি 150 মিটারে টেলিফোন সংযোগ , প্রতি 60 মিটারে ফায়ার হাইড্র্যান্ট , প্রতি 250 মিটারে CCTV ক্যামেরা থাকবে , কোনও ঘটনা অটোমেটিক শনাক্তকরণ ব্যবস্থা , প্রতি এক কিমি-তে বায়ুর মান নিরীক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে ।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

2000 সালে 3 জুন অটল বিহারী বাজপেয়ীর সময় রোহতাং টানেলের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা 2019 সালে অটল বিহারী বাজপেয়ীর অবদানকে সম্মান প্রদানের জন্য রোহতাং টানেলের নাম রাখেন অটল টানেল ।

মানালি , 3 অক্টোবর : হিমাচলপ্রদেশের রোহতাংয়ে অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল।

অটল টানেলের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন । জানান , এতদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র স্বপ্ন বাস্তবরূপ পেয়েছে । তাঁর নামেই এই টানেলটির নামকরণ করা হয়েছে । এই টানেলটি সীমান্তের পরিকাঠামো অনেক শক্তিশালী করবে । এই বিষয়ে তিনি বলেন , " অটল টানেল ভারতের সীমান্তের পরিকাঠামোকে নতুন শক্তি দেবে । এটি বিশ্বমানের সীমান্ত যোগাযোগের মাধ্যম । কিন্তু দীর্ঘদিন ধরে এই জাতীয় প্রকল্পগুলি হয় পরিকল্পনার পর্যায়ে থেকে বেরিয়ে আসতে পারেনি বা মাঝপথে আটকে গিয়েছে ।

শুধু তাই নয় , লাদাখের সঙ্গে মানালির যোগাযোগ আরও সুগম হবে বলে মত প্রধানমন্ত্রীর । এই বিষয়ে তিনি বলেন , "এই সুড়ঙ্গটি হিমাচলের জন্য কেবল গুরুত্বপূর্ণই নয় , এর সঙ্গে লাদাখের যোগাযোগকে আরও সহজ করে তুলবে । প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় বেঁচে যাবে । পাহাড়বাসী এই চার বা পাঁচ ঘণ্টা সময় কমে যাওয়ার তাৎপর্য কতটা তা জানে ।

মানালি-লাহুল-স্পিতি পর্যন্ত 9.02 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই অটল টানেল । এর আগে প্রতিবছর প্রায় ছয় মাস এই রাস্তায় তুষারপাতের কারণে প্রভাব পড়ত । অটল টানেলের সাউথ পোর্টালটি মানালি থেকে 25 কিলোমিটার দূরত্বে 3,060 মিটার উচ্চতায় অবস্থিত । টানেলের নর্থ পোর্টালটি লাহাউল ভ্যালির 3.071 মিটার উচ্চতায় তেলিং গ্রামের কাছে অবস্থিত । ঘোড়ার ক্ষুরের মতো আকৃতি বিশিষ্ট, একক টিউব, দুই লেনের টানেল এটি । এর মধ্যে আট মিটারের একটি রাস্তা রয়েছে । একদিনে এই টানেলের মধ্যে দিয়ে 3000 গাড়ি যাতায়াত করতে পারবে । প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে একদিনে চলাচল করতে পারবে 1500 ট্রাক । 3000 গাড়ি যেতে পারবে । আধুনিক ইলেকট্রোকেমিকাল পদ্ধতিতে তৈরি হয়েছে টানেলটি । থাকছে সেমি ট্রান্সভার্সে ভেন্টিলেশন সিস্টেম, ইলুমিনেশন এবং মনিটরিং সিস্টেম । এই টানেলে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এর মধ্যে জরুরি যোগাযোগের জন্য প্রতি 150 মিটারে টেলিফোন সংযোগ , প্রতি 60 মিটারে ফায়ার হাইড্র্যান্ট , প্রতি 250 মিটারে CCTV ক্যামেরা থাকবে , কোনও ঘটনা অটোমেটিক শনাক্তকরণ ব্যবস্থা , প্রতি এক কিমি-তে বায়ুর মান নিরীক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে ।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

2000 সালে 3 জুন অটল বিহারী বাজপেয়ীর সময় রোহতাং টানেলের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা 2019 সালে অটল বিহারী বাজপেয়ীর অবদানকে সম্মান প্রদানের জন্য রোহতাং টানেলের নাম রাখেন অটল টানেল ।

Last Updated : Oct 3, 2020, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.