দিল্লি, 15 মার্চ : কোরোনার সংক্রমণ মোকাবিলায় কোন পথে এগোনো হবে তা নিয়েই এবার ভিডিয়ো কনফারেন্স করতে চলেছে SAARC অন্তর্ভুক্ত দেশগুলি ৷ আজ বিকেল পাঁচটায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারবেন SAARC অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা ৷ কোন কৌশলে কোরোনা মোকাবিলা করা হবে, তা নিয়েই আজ তাঁরা সিদ্ধান্ত নেবেন ৷
13 মার্চ একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SAARC অন্তর্ভুক্ত দেশগুলিকে কোরোনা মোকাবিলা প্রসঙ্গে একসঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিলেন ৷ টুইটে তিনি লিখেছিলেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়ার জন্য SAARC-র প্রতিনিধিদের কাছে প্রস্তাব দিচ্ছি ৷ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করা উচিত ৷"
-
I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.
">I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.
প্রধানমন্ত্রীর এই টুইটের দু'দিন পরেই বৈঠকে বসতে চলেছে SAARC-এর সদস্য দেশগুলি ৷ গতকাল এক টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "আমার বিশ্বাস আমরা সকলে মিলে একসঙ্গে নাগরিকদের স্বার্থে যথাযথ সিদ্ধান্তে আসতে পারব ৷"
বিশ্বজুড়ে এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৷ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ উদ্যোগ নিতে SAARC দেশগুলির প্রতিনিধিদের একত্রিত হওয়ার প্রস্তাবে সায় দিয়েছে ইসলামাবাদও ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি ভিডিয়ো কনফারেন্সে যোগ দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ৷ টুইটে তিনি জানিয়েছেন, "COVID 19-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব ও আঞ্চলিক স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন ৷ স্বাস্থ্যমন্ত্রকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী (SAPM) এই ইশুতে SAARC-র ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন ৷"
নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরাও থাকবেন আজকের ভিডিয়ো কনফারেন্সে ৷ এদিকে কোরোনা মোকাবিলায় সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ৷ কোরোনা অধ্যুষিত ইরান থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে নাগরিকদের ৷ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে 211 জন ভারতীয় পড়ুয়াদেরও ৷