ETV Bharat / bharat

জো বাইডেনকে ফোন প্রধানমন্ত্রীর, একাধিক বিষয়ে আলোচনা

COVID-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

PM Modi speaks to Biden
PM Modi speaks to Biden
author img

By

Published : Nov 18, 2020, 7:42 AM IST

দিল্লি, 18 নভেম্বর : অ্যামেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি । পাশাপাশি ভারত-অ্যামেরিকা কৌশলগত সম্পর্কের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি ।

টুইটারে তাঁদের কথোপকথনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "অ্যামেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে অভিনন্দন জানিয়েছি । আমরা ভারত-অ্যামেরিকার কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আরও একবার অঙ্গীকারবদ্ধ হয়েছি । এবং COVID-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়েও আলোচনা করেছি ।"

  • Spoke to US President-elect @JoeBiden on phone to congratulate him. We reiterated our firm commitment to the Indo-US strategic partnership and discussed our shared priorities and concerns - Covid-19 pandemic, climate change, and cooperation in the Indo-Pacific Region.

    — Narendra Modi (@narendramodi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, "তাঁর এই সাফল্য ভারত-অ্যামেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে । ভারতীয়-অ্যামেরিকানদের গর্ব এবং অনুপ্রেরণা তিনি ।"

  • I also conveyed warm congratulations for VP-elect @KamalaHarris. Her success is a matter of great pride and inspiration for members of the vibrant Indian-American community, who are a tremendous source of strength for Indo-US relations.

    — Narendra Modi (@narendramodi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামেরিকার নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, আবারও দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি । ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-অ্যামেরিকা সম্পর্ক জোরদার করতে বাইডেনের অবদান অস্বীকার করা যায় না বলেও উল্লেখ করেছেন ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেনকে তাঁর নির্বাচনে জয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে একে "অ্যামেরিকার গণতান্ত্রিক ঐতিহ্যের শক্তি ও স্থিতিশীলতার প্রমাণ হিসেবে" বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী কমলা হ্যারিসকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । জো বাইডেনও পালটা ধন্যবাদ জানিয়েছেন তাঁকে ।

দিল্লি, 18 নভেম্বর : অ্যামেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি । পাশাপাশি ভারত-অ্যামেরিকা কৌশলগত সম্পর্কের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি ।

টুইটারে তাঁদের কথোপকথনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "অ্যামেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে অভিনন্দন জানিয়েছি । আমরা ভারত-অ্যামেরিকার কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আরও একবার অঙ্গীকারবদ্ধ হয়েছি । এবং COVID-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়েও আলোচনা করেছি ।"

  • Spoke to US President-elect @JoeBiden on phone to congratulate him. We reiterated our firm commitment to the Indo-US strategic partnership and discussed our shared priorities and concerns - Covid-19 pandemic, climate change, and cooperation in the Indo-Pacific Region.

    — Narendra Modi (@narendramodi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, "তাঁর এই সাফল্য ভারত-অ্যামেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে । ভারতীয়-অ্যামেরিকানদের গর্ব এবং অনুপ্রেরণা তিনি ।"

  • I also conveyed warm congratulations for VP-elect @KamalaHarris. Her success is a matter of great pride and inspiration for members of the vibrant Indian-American community, who are a tremendous source of strength for Indo-US relations.

    — Narendra Modi (@narendramodi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামেরিকার নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, আবারও দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি । ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-অ্যামেরিকা সম্পর্ক জোরদার করতে বাইডেনের অবদান অস্বীকার করা যায় না বলেও উল্লেখ করেছেন ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেনকে তাঁর নির্বাচনে জয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে একে "অ্যামেরিকার গণতান্ত্রিক ঐতিহ্যের শক্তি ও স্থিতিশীলতার প্রমাণ হিসেবে" বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী কমলা হ্যারিসকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । জো বাইডেনও পালটা ধন্যবাদ জানিয়েছেন তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.