ETV Bharat / bharat

বিশ্ব খাদ্য দিবসে পুষ্টিতে জোর প্রধানমন্ত্রীর, 75 টাকার স্মারক কয়েন প্রকাশ - প্রধানমন্ত্রী

কৃষি ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকার যে ক্ষুধা, পুষ্টির অভাব বা অপুষ্টিকে দেশ থেকে পুরোপুরি দূর করতে কতটা বদ্ধপরিকর, এদিনের অনুষ্ঠানে সেই বার্তাই দেওয়া হয়েছে ৷

commemorative-coin
বিশ্ব খাদ্য দিবসে পুষ্টিতে জোর প্রধানমন্ত্রীর, প্রকাশ করলেন 75 টাকার কয়েন
author img

By

Published : Oct 16, 2020, 2:44 PM IST

Updated : Oct 16, 2020, 10:29 PM IST

দিল্লি, 16 অক্টোবর : 75 টাকার স্মারক কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজ়েশন (FAO)-র 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ৷ ভারতের সঙ্গে FAO-র বহু বছরের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এদিন তাই 75 টাকার স্মারক কয়েনটি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিশ্ব খাদ্য দিবসে পুষ্টির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি ৷

আটটি খাদ্যশস্যের পুষ্টিগুণ বাড়াতে বায়োফর্টিফিকেশন প্রক্রিয়ায় গবেষণা করা হয়েছে সম্প্রতি ৷ সেইমতো ওই খাদ্যশস্যগুলির 17 রকমের প্রকারভেদ এদিন দেশকে উৎসর্গ করেছেন মোদি ৷ কৃষি ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকার যে ক্ষুধা, পুষ্টির অভাব বা অপুষ্টিকে দেশ থেকে পুরোপুরি দূর করতে কতটা বদ্ধপরিকর, এদিনের অনুষ্ঠানে সেই বার্তাই দেওয়া হয়েছে ৷ এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছিল দেশের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং অরগানিক ও হর্টিকালচার মিশনগুলিতে ৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্বল ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষজনকে অর্থনৈতিকভাবে ও পুষ্টিগতভাবে শক্তিশালী করতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজ়েশনের ভূমিকা অতুলনীয় ৷ এর সঙ্গে ভারতের এক ঐতিহাসিক সংযোগ রয়েছে৷ ভারতীয় সিভিল সার্ভিস অফিসার ড. বিনয় রঞ্জন সেন 1956 থেকে 1957 সাল পর্যন্ত FAO-র ডিরেক্টর জেনেরাল ছিলেন ৷ তাঁর সময়েই তৈরি হওয়া ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ৷ 2016 সালে আন্তর্জাতিক ডালশস্য বর্ষ এবং 2023 সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে পালনে ভারতের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছিল FAO ৷

দিল্লি, 16 অক্টোবর : 75 টাকার স্মারক কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজ়েশন (FAO)-র 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ৷ ভারতের সঙ্গে FAO-র বহু বছরের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এদিন তাই 75 টাকার স্মারক কয়েনটি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিশ্ব খাদ্য দিবসে পুষ্টির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি ৷

আটটি খাদ্যশস্যের পুষ্টিগুণ বাড়াতে বায়োফর্টিফিকেশন প্রক্রিয়ায় গবেষণা করা হয়েছে সম্প্রতি ৷ সেইমতো ওই খাদ্যশস্যগুলির 17 রকমের প্রকারভেদ এদিন দেশকে উৎসর্গ করেছেন মোদি ৷ কৃষি ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকার যে ক্ষুধা, পুষ্টির অভাব বা অপুষ্টিকে দেশ থেকে পুরোপুরি দূর করতে কতটা বদ্ধপরিকর, এদিনের অনুষ্ঠানে সেই বার্তাই দেওয়া হয়েছে ৷ এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছিল দেশের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং অরগানিক ও হর্টিকালচার মিশনগুলিতে ৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্বল ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষজনকে অর্থনৈতিকভাবে ও পুষ্টিগতভাবে শক্তিশালী করতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজ়েশনের ভূমিকা অতুলনীয় ৷ এর সঙ্গে ভারতের এক ঐতিহাসিক সংযোগ রয়েছে৷ ভারতীয় সিভিল সার্ভিস অফিসার ড. বিনয় রঞ্জন সেন 1956 থেকে 1957 সাল পর্যন্ত FAO-র ডিরেক্টর জেনেরাল ছিলেন ৷ তাঁর সময়েই তৈরি হওয়া ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ৷ 2016 সালে আন্তর্জাতিক ডালশস্য বর্ষ এবং 2023 সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে পালনে ভারতের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছিল FAO ৷

Last Updated : Oct 16, 2020, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.