ETV Bharat / bharat

জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 118তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর । একইসঙ্গে জয়প্রকাশের অনুগামী এবং সমাজকর্মী নানাজি দেশমুখের অবদানও মনে করেন তিনি ।

modi
modi
author img

By

Published : Oct 11, 2020, 1:35 PM IST

দিল্লি, 11 অক্টোবর : লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 118তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের স্বাধীনতা সংগ্রামে জয়প্রকাশের অবদান স্মরণ করে নরেন্দ্র মোদি লেখেন, যখন আমাদের গণতন্ত্র সংকটে ছিল তখন তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ।

একইসঙ্গে জয়প্রকাশের অনুগামী এবং RSS নেতা নানাজি দেশমুখের অবদানও মনে করেন প্রধানমন্ত্রী । তাঁর 104তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

  • I bow to Loknayak JP on his Jayanti. He valiantly fought for India’s freedom and when our democratic ethos was under attack, he led a strong mass movement to protect it. For him, there was nothing above national interest and people’s welfare.

    — Narendra Modi (@narendramodi) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "লোকনাথ জয়প্রকাশের জন্মবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই । তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন । যখন আমাদের গণতন্ত্রে আঘাত এসেছিল তখন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জয়প্রকাশ । গণতন্ত্রকে রক্ষা করতেই আন্দোলন গড়ে তোলেন তিনি । তাঁর জন্য জাতীয় সুরক্ষা এবং গণকল্যাণের উপর আর কিছু ছিল না । "

ভারত ছাড়ো আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন লোকনায়ক । এমনকী সাতের দশকে মাঝামাঝি ইন্দিরা গান্ধির বিরুদ্ধেও আন্দোলন করেছিলেন তিনি । তাঁর নেতৃত্বে জনতা পার্টি নির্বাচনে ক্ষমতায় আসে । প্রথম অ-কংগ্রেস দল, যারা কেন্দ্রে ক্ষমতায় এসেছিল । 1979 সালের 8 অক্টোবর প্রয়াত হন তিনি । 1999 সালে মরণোত্তর 'ভারতরত্ন' সম্মান দেওয়া হয় তাঁকে ।

  • The great Nanaji Deshmukh was one of Loknayak JP’s most devout followers. He worked tirelessly to popularise JP’s thoughts and ideals. His own work towards rural development motivates us. Remembering Bharat Ratna Nanaji Deshmukh on his Jayanti.

    — Narendra Modi (@narendramodi) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আরও একটি টুইটে নানাজি দেশমুখের কাজের কথা স্মরণ করেন । গ্রামীণ উন্নয়নে নানাজির ভূমিকা তাঁকে প্রেরণা যুগিয়েছে । লেখেন, "লোকনায়ক জয়প্রকাশের অন্যতম অনুগামী ছিলেন নানাজি দেশমুখ । জয়প্রকাশের ভাবনাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছিলেন তিনি । ভারত লোকনায়ক জেপি এবং নানাজি দেশমুখের মতো মহৎ ব্যক্তিত্বের জন্য গর্বিত । "

2019 সালে নানাজি দেশমুখকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। 1977 থেকে 1979 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি । পরে 1999 সাল থেকে 2005 পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য । 2010 সালে 27 ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি ।

দিল্লি, 11 অক্টোবর : লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 118তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের স্বাধীনতা সংগ্রামে জয়প্রকাশের অবদান স্মরণ করে নরেন্দ্র মোদি লেখেন, যখন আমাদের গণতন্ত্র সংকটে ছিল তখন তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ।

একইসঙ্গে জয়প্রকাশের অনুগামী এবং RSS নেতা নানাজি দেশমুখের অবদানও মনে করেন প্রধানমন্ত্রী । তাঁর 104তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

  • I bow to Loknayak JP on his Jayanti. He valiantly fought for India’s freedom and when our democratic ethos was under attack, he led a strong mass movement to protect it. For him, there was nothing above national interest and people’s welfare.

    — Narendra Modi (@narendramodi) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "লোকনাথ জয়প্রকাশের জন্মবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই । তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন । যখন আমাদের গণতন্ত্রে আঘাত এসেছিল তখন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জয়প্রকাশ । গণতন্ত্রকে রক্ষা করতেই আন্দোলন গড়ে তোলেন তিনি । তাঁর জন্য জাতীয় সুরক্ষা এবং গণকল্যাণের উপর আর কিছু ছিল না । "

ভারত ছাড়ো আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন লোকনায়ক । এমনকী সাতের দশকে মাঝামাঝি ইন্দিরা গান্ধির বিরুদ্ধেও আন্দোলন করেছিলেন তিনি । তাঁর নেতৃত্বে জনতা পার্টি নির্বাচনে ক্ষমতায় আসে । প্রথম অ-কংগ্রেস দল, যারা কেন্দ্রে ক্ষমতায় এসেছিল । 1979 সালের 8 অক্টোবর প্রয়াত হন তিনি । 1999 সালে মরণোত্তর 'ভারতরত্ন' সম্মান দেওয়া হয় তাঁকে ।

  • The great Nanaji Deshmukh was one of Loknayak JP’s most devout followers. He worked tirelessly to popularise JP’s thoughts and ideals. His own work towards rural development motivates us. Remembering Bharat Ratna Nanaji Deshmukh on his Jayanti.

    — Narendra Modi (@narendramodi) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আরও একটি টুইটে নানাজি দেশমুখের কাজের কথা স্মরণ করেন । গ্রামীণ উন্নয়নে নানাজির ভূমিকা তাঁকে প্রেরণা যুগিয়েছে । লেখেন, "লোকনায়ক জয়প্রকাশের অন্যতম অনুগামী ছিলেন নানাজি দেশমুখ । জয়প্রকাশের ভাবনাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছিলেন তিনি । ভারত লোকনায়ক জেপি এবং নানাজি দেশমুখের মতো মহৎ ব্যক্তিত্বের জন্য গর্বিত । "

2019 সালে নানাজি দেশমুখকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। 1977 থেকে 1979 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি । পরে 1999 সাল থেকে 2005 পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য । 2010 সালে 27 ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.