ETV Bharat / bharat

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - coronavirus pandemic

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকাররে জরুরি বৈঠক ৷ বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

image
আমলাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jun 14, 2020, 1:43 AM IST

দিল্লি, 14 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ বৈঠকে রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোরোনার বর্তমান পরিস্থিতি এবং তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে ৷ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন উপস্থিত ছিলেন ৷

একদিনে রেকর্ড 11,458টি নতুন কোরোনা কেস সামনে এসেছে ৷ একইসঙ্গে বর্তমানে ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে ৷ শনিবার পর্যন্ত সেই সংখ্যা 3,08,993 ৷ কোরোনা আক্রান্তের বিচারে বিশ্বে চার নম্বরে উঠে এসেছে ভারত ৷

সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে একটি প্রেজ়েন্টেশন দিয়ে দেশের কোথায় কোরোনা সংক্রমণের কী পরিস্থিতি তা জানিয়েছেন নীতি আয়োগের এক পদস্থ আধিকারিক ৷ প্রেজ়েন্টেশনে বলা হয়েছে, দেশে মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ পাঁচটি রাজ্যের বড় শহরগুলিতে হয়েছে ৷

  • Reviewed the COVID-19 situation across the nation during a high level meeting. We also reviewed the roadmap ahead, and steps to contain the pandemic in the parts where most cases are coming from. https://t.co/xqW6RszF21

    — Narendra Modi (@narendramodi) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমস্ত বিষয়টি নথিভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নদেন্দ্র মোদি ৷ শহর ও জেলা অনুযায়ী হাসপাতালগুলির প্রয়োজন এবং আইসোলেশন বেড বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মেডিকেল এমপাওয়ারড গ্রুপের তরফে ৷ সেগুলি শুনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রক, রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কথা বলে নির্দিষ্টি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া দেশে বর্ষা প্রবেশ করেছে ৷ তাই সেকথা মাথায় রেখে স্বাস্থ্যমন্ত্রককে পরিকল্পনা করার উপদেশ দিয়েছেন নরেন্দ্র মোদি ৷

দিল্লির COVID-19 পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ৷ দেশের রাজধানীর কোরোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ অমিত শাহ, হর্ষ বর্ধনকে দিল্লির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ও অন্য আমলাদের সঙ্গে বসে কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনা করার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

যদিও দিল্লির আম আদমি পার্টি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে দিল্লিতে আর লকডাউন বাড়ানো হবে না ৷ এছাড়া ক্রিকেট স্টেডিয়ামগুলিকে কোভিড হাসপাতাল বানানো হবে ৷

দিল্লি, 14 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ বৈঠকে রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোরোনার বর্তমান পরিস্থিতি এবং তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে ৷ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন উপস্থিত ছিলেন ৷

একদিনে রেকর্ড 11,458টি নতুন কোরোনা কেস সামনে এসেছে ৷ একইসঙ্গে বর্তমানে ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে ৷ শনিবার পর্যন্ত সেই সংখ্যা 3,08,993 ৷ কোরোনা আক্রান্তের বিচারে বিশ্বে চার নম্বরে উঠে এসেছে ভারত ৷

সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে একটি প্রেজ়েন্টেশন দিয়ে দেশের কোথায় কোরোনা সংক্রমণের কী পরিস্থিতি তা জানিয়েছেন নীতি আয়োগের এক পদস্থ আধিকারিক ৷ প্রেজ়েন্টেশনে বলা হয়েছে, দেশে মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ পাঁচটি রাজ্যের বড় শহরগুলিতে হয়েছে ৷

  • Reviewed the COVID-19 situation across the nation during a high level meeting. We also reviewed the roadmap ahead, and steps to contain the pandemic in the parts where most cases are coming from. https://t.co/xqW6RszF21

    — Narendra Modi (@narendramodi) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমস্ত বিষয়টি নথিভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নদেন্দ্র মোদি ৷ শহর ও জেলা অনুযায়ী হাসপাতালগুলির প্রয়োজন এবং আইসোলেশন বেড বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মেডিকেল এমপাওয়ারড গ্রুপের তরফে ৷ সেগুলি শুনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রক, রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কথা বলে নির্দিষ্টি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া দেশে বর্ষা প্রবেশ করেছে ৷ তাই সেকথা মাথায় রেখে স্বাস্থ্যমন্ত্রককে পরিকল্পনা করার উপদেশ দিয়েছেন নরেন্দ্র মোদি ৷

দিল্লির COVID-19 পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ৷ দেশের রাজধানীর কোরোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ অমিত শাহ, হর্ষ বর্ধনকে দিল্লির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ও অন্য আমলাদের সঙ্গে বসে কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনা করার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

যদিও দিল্লির আম আদমি পার্টি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে দিল্লিতে আর লকডাউন বাড়ানো হবে না ৷ এছাড়া ক্রিকেট স্টেডিয়ামগুলিকে কোভিড হাসপাতাল বানানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.