ETV Bharat / bharat

52-এ কেজরিওয়াল, শুভেচ্ছা মোদি-মমতার - 52-এ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের 52 তম জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক নেতারাও । টুইটারেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেজরিওয়াল ।

Kejriwal
Kejriwal
author img

By

Published : Aug 16, 2020, 2:02 PM IST

দিল্লি, 16 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে এ'বছর নিজের জন্মদিন পালন করবেন না বলে গতকালই জানান অরবিন্দ কেজরিওয়াল । নিজেদের বাড়িতে থেকেই শুভেচ্ছাবার্তা জানানোর জন্য অনুরোধ করেন আপ কর্মীদের । দিল্লির মুখ্যমন্ত্রীর জন্মদিনে আজ টুইটারে তাঁকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক নেতা ।

আজ 52 বছরে পদার্পণ করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । 1968 সালের 16 অগাস্ট হরিয়ানার সিওয়ানিতে জন্ম হয় তাঁর । “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজি-কে জন্মদিনের শুভেচ্ছা । তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি,” টুইটারে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল । টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অরবিন্দ কেজরিওয়ালকে উল্লেখ করে দিল্লি মহিলা কমিশনের (DCW) প্রধান স্বাতী মালিওয়াল টুইটে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা । রাজনীতির নতুন সংজ্ঞা দিয়ে আপনই ভারতের তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছেন । আপনার জন-সমর্থক প্রশাসন প্রমাণ করেছে যে, স্বচ্ছ রাজনীতি সম্ভব । সর্বদা অপরকে অনুপ্রাণিত করেন আপনি । আপনার দীর্ঘ, সুন্দর এবং সুখী জীবন প্রার্থনা করি ।”

অন্যদিকে, নিজের জন্মদিনে উপহারের বদলে কোরোনা মোকাবিলায় আম আদমি পার্টির কাছে যত বেশি সম্ভব পালস অক্সিমিটার দান করার জন্য জনগণ, নাগরিক সমাজের সদস্য এবং দেশজুড়ে দলীয় কর্মীদের অনুরোধও করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

দিল্লি, 16 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে এ'বছর নিজের জন্মদিন পালন করবেন না বলে গতকালই জানান অরবিন্দ কেজরিওয়াল । নিজেদের বাড়িতে থেকেই শুভেচ্ছাবার্তা জানানোর জন্য অনুরোধ করেন আপ কর্মীদের । দিল্লির মুখ্যমন্ত্রীর জন্মদিনে আজ টুইটারে তাঁকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক নেতা ।

আজ 52 বছরে পদার্পণ করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । 1968 সালের 16 অগাস্ট হরিয়ানার সিওয়ানিতে জন্ম হয় তাঁর । “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজি-কে জন্মদিনের শুভেচ্ছা । তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি,” টুইটারে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল । টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অরবিন্দ কেজরিওয়ালকে উল্লেখ করে দিল্লি মহিলা কমিশনের (DCW) প্রধান স্বাতী মালিওয়াল টুইটে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা । রাজনীতির নতুন সংজ্ঞা দিয়ে আপনই ভারতের তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছেন । আপনার জন-সমর্থক প্রশাসন প্রমাণ করেছে যে, স্বচ্ছ রাজনীতি সম্ভব । সর্বদা অপরকে অনুপ্রাণিত করেন আপনি । আপনার দীর্ঘ, সুন্দর এবং সুখী জীবন প্রার্থনা করি ।”

অন্যদিকে, নিজের জন্মদিনে উপহারের বদলে কোরোনা মোকাবিলায় আম আদমি পার্টির কাছে যত বেশি সম্ভব পালস অক্সিমিটার দান করার জন্য জনগণ, নাগরিক সমাজের সদস্য এবং দেশজুড়ে দলীয় কর্মীদের অনুরোধও করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.