দিল্লি , 22 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈশ্বরের নেতা বানিয়েছেন রাহুল গান্ধিই । তাঁর করা টুইটের সূত্র ধরে একথা বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । গতকাল লাদাখ ইশু নিয়ে প্রধানমন্ত্রীকে টুইটারে আক্রমণ করছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লিখেছিলেন, "নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার(surender) মোদি ৷"
রবিবার উত্তরপ্রদেশে জন সংবাদ ব়্যালিতে নাড্ডা বলেন, "এমনকী ভগবানও আপনাদের(কংগ্রেস) সঙ্গে নেই । আপনি বলেছেন, নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার(surender) মোদি । তার মানে আপনি বলতে চাইছেন , মোদিজি শুধু মানুষের নেতা নয়, ভগবানেরও নেতা । আপনাকে ভগবানের ভাষা বুঝতে হবে ।"
গতকাল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধি টুইটারে লেখেন , "নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার মোদি ৷" তবে surrender না লিখে তিনি লিখেছিলেন surender । যার অর্থ হল দেবরাজ ইন্দ্রর কণ্ঠস্বর । সেই সূত্র ধরেই রাহুল গান্ধিকে পালটা আক্রমণ করেছেন জেপি নাড্ডা ।
-
Narendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
">Narendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0ZNarendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
লাদাখ ইশুতে আশ্বস্ত করে তিনি বলেন, "আমি দেশের প্রত্যেককে আশ্বাস দিয়ে বলতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রতিটি অংশ সুরক্ষিত ।" কংগ্রেসের সমালোচনা করে তিনি আরও বলেন "কংগ্রেস নিরাপত্তাবাহিনীর ন্যায়নীতি নষ্ট করার চেষ্টা করছে । আমরা কখনই কংগ্রেসকে জিজ্ঞাসা করিনি যে তাদের সময়ে দেশের কতটা জায়গা চিন দখল করেছিল ।"
বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত ? সেই বিষয়ে কংগ্রেসকে তাঁদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি । বলেন , "আমি তাদের (কংগ্রেস) পরিষ্কারভাবে বলে দিতে চাই মোদিজির নেত়ত্বে ভারতের উন্নয়নের মানচিত্র তৈরি । আপনারা নিজেদের কথা ভাবুন । বিরোধী দলের দায়িত্ব বা ভূমিকা সম্পর্কে আপানারা যদি না জানেন তাহলে আমাদের থেকে শিক্ষা নিন ।"