দিল্লি, 29 ডিসেম্বর : আজ ''মন কি বাত''-এ ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আগামী দশকে দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আজকের যুবসমাজ সিস্টেমের উপর আস্থা রাখে এবং বিভিন্নি ইশুতে নিজেদের মতও প্রকাশ করে ৷ "
তিনি আরও বলেন ,"আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ আজকের যুবসমাজ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ চায় না ৷"
-
PM Modi in #MannKiBaat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism. pic.twitter.com/NPKp9ASvO3
— ANI (@ANI) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM Modi in #MannKiBaat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism. pic.twitter.com/NPKp9ASvO3
— ANI (@ANI) December 29, 2019PM Modi in #MannKiBaat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism. pic.twitter.com/NPKp9ASvO3
— ANI (@ANI) December 29, 2019
যুবসমাজের উন্নয়নের পাশাপাশি গোটা দেশের উন্নয়নের ক্ষেত্রেও আগামী দশক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বছর শেষের "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী দেশের যুব সমাজের উন্নয়নের বার্তা দেওয়ার সময়ে স্বজনপোষণ নিয়ে পরোক্ষে কটাক্ষও গান্ধি পরিবারকে ৷ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুব সমাজের অপছন্দ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷
আজকের "মন কি বাত"-এ বিহারের পশ্চিম চম্পারণ জেলার ভৈরবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ আশেপাশের গ্রামগুলির প্রায় কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে পরিষেবা পান ৷ এটি কোনও সরকারি প্রকল্প নয় ৷ সরকারের কোনও হস্তক্ষেপও নেই ৷ স্থানীয় কে আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা মিলে এই পরিষেবা চালু করেছে ৷
পাশাপাশি নিজের সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার কথাও হালকা মেজাজে তুলে ধরলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "26 ডিসেম্বর আমিও সূর্যগ্রহণ দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু আকাশ মেঘলা থাকায় তা দেখতে পাইনি ৷ তবে কোঝিকোড়ও অন্যান্য বেশ কিছু শহর থেকে ভালোভাবে সূর্যগ্রহণ দেখতে পাওয়া গেছে ৷"