ETV Bharat / bharat

''যুবসমাজ সিস্টেমে আস্থা রাখে,'' বছর শেষের "মন কি বাত"-এ বার্তা মোদির - Prime Minister

যুবসমাজের উন্নয়নের পাশাপাশি গোটা দেশের উন্নয়নের ক্ষেত্রেও আগামী দশক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বছর শেষের "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী দেশের যুব সমাজের উন্নয়নের বার্তা দেওয়ার সময়ে স্বজনপোষণ নিয়ে পরোক্ষ খোঁচাও দেন গান্ধি পরিবারকে ৷

Modi
মোদি
author img

By

Published : Dec 29, 2019, 11:37 AM IST

Updated : Dec 29, 2019, 12:44 PM IST

দিল্লি, 29 ডিসেম্বর : আজ ''মন কি বাত''-এ ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আগামী দশকে দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আজকের যুবসমাজ সিস্টেমের উপর আস্থা রাখে এবং বিভিন্নি ইশুতে নিজেদের মতও প্রকাশ করে ৷ "

তিনি আরও বলেন ,"আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ আজকের যুবসমাজ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ চায় না ৷"

  • PM Modi in #MannKiBaat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism. pic.twitter.com/NPKp9ASvO3

    — ANI (@ANI) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুবসমাজের উন্নয়নের পাশাপাশি গোটা দেশের উন্নয়নের ক্ষেত্রেও আগামী দশক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বছর শেষের "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী দেশের যুব সমাজের উন্নয়নের বার্তা দেওয়ার সময়ে স্বজনপোষণ নিয়ে পরোক্ষে কটাক্ষও গান্ধি পরিবারকে ৷ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুব সমাজের অপছন্দ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷

আজকের "মন কি বাত"-এ বিহারের পশ্চিম চম্পারণ জেলার ভৈরবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ আশেপাশের গ্রামগুলির প্রায় কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে পরিষেবা পান ৷ এটি কোনও সরকারি প্রকল্প নয় ৷ সরকারের কোনও হস্তক্ষেপও নেই ৷ স্থানীয় কে আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা মিলে এই পরিষেবা চালু করেছে ৷

পাশাপাশি নিজের সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার কথাও হালকা মেজাজে তুলে ধরলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "26 ডিসেম্বর আমিও সূর্যগ্রহণ দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু আকাশ মেঘলা থাকায় তা দেখতে পাইনি ৷ তবে কোঝিকোড়ও অন্যান্য বেশ কিছু শহর থেকে ভালোভাবে সূর্যগ্রহণ দেখতে পাওয়া গেছে ৷"

দিল্লি, 29 ডিসেম্বর : আজ ''মন কি বাত''-এ ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আগামী দশকে দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আজকের যুবসমাজ সিস্টেমের উপর আস্থা রাখে এবং বিভিন্নি ইশুতে নিজেদের মতও প্রকাশ করে ৷ "

তিনি আরও বলেন ,"আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ আজকের যুবসমাজ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ চায় না ৷"

  • PM Modi in #MannKiBaat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism. pic.twitter.com/NPKp9ASvO3

    — ANI (@ANI) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুবসমাজের উন্নয়নের পাশাপাশি গোটা দেশের উন্নয়নের ক্ষেত্রেও আগামী দশক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বছর শেষের "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী দেশের যুব সমাজের উন্নয়নের বার্তা দেওয়ার সময়ে স্বজনপোষণ নিয়ে পরোক্ষে কটাক্ষও গান্ধি পরিবারকে ৷ অস্থিরতা, বিশৃঙ্খলা ও স্বজনপোষণ যুব সমাজের অপছন্দ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷

আজকের "মন কি বাত"-এ বিহারের পশ্চিম চম্পারণ জেলার ভৈরবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ আশেপাশের গ্রামগুলির প্রায় কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে পরিষেবা পান ৷ এটি কোনও সরকারি প্রকল্প নয় ৷ সরকারের কোনও হস্তক্ষেপও নেই ৷ স্থানীয় কে আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা মিলে এই পরিষেবা চালু করেছে ৷

পাশাপাশি নিজের সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার কথাও হালকা মেজাজে তুলে ধরলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "26 ডিসেম্বর আমিও সূর্যগ্রহণ দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু আকাশ মেঘলা থাকায় তা দেখতে পাইনি ৷ তবে কোঝিকোড়ও অন্যান্য বেশ কিছু শহর থেকে ভালোভাবে সূর্যগ্রহণ দেখতে পাওয়া গেছে ৷"

Manali (Himachal Pradesh), Dec 29 (ANI): Kangana Ranaut is spending some family time in the snowy hills in Manali. Her digital team shared some stunning pictures for Kangana's fans. Kangana will spend New Year with her family in her home town.
Last Updated : Dec 29, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.