দিল্লি, 26 জানুয়ারি: দেশবাসীকে 72তম সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার তাঁর টুইট, ‘‘ভারতের সমস্ত মানুষকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা৷ জয় হিন্দ!’’
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে৷ শহরজুড়ে ব্য়ারিকেড বেঁধেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী৷ আইটিও, যমুনা ব্রিজ-সহ দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি৷ সাধারণতন্ত্র দিবসের প্য়ারেড উপলক্ষে এই জায়গাগুলি ঘিরে তৈরি হয়েছে কঠোর নিরাপত্তাবলয়৷
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতোই এবারও সেজে উঠেছে রাজপথ৷ বহরে কিছু কাটছাঁট করা হলেও কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা৷ অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পি ও কলাকুশলীরাও৷
আরও পড়ুন: রাজপথে আত্মনির্ভর ভারত অভিযান
সশস্ত্র বাহিনী ছাড়াও বিভিন্ন রাজ্য়ের 17টি সুসজ্জিত ট্য়াবলো এদিনের প্য়ারেডে প্রদর্শিত হয়৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও আধাসেনার তরফে আরও ন’টি ট্য়াবলো আনা হয়৷ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে অংশ নেয় আরও ছ’টি ট্য়াবলো৷