ETV Bharat / bharat

সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ কোন পথে ? আজ UNGA-তে বার্তা প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কোরোনা প্যানডেমিকের কারণে এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভা মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ৷ আজ বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী।

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Sep 26, 2020, 9:38 AM IST

Updated : Sep 26, 2020, 6:06 PM IST

দিল্লি , 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75 তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনা প্যানডেমিকের কারণে এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভা মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ৷ সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্বে রেকর্ড করা একটি ভিডিয়ো-বার্তা UNGA হলে শোনানো হবে ৷

পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রসংঘের অধিবেশনে ভারতের প্রধান লক্ষ্য থাকবে , বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপকে জোরদার করা ৷ সুদূরপ্রসারী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইশুতে ভারতের সক্রিয়তা অব্যাহত থাকবে ৷

কোরোনা পরিস্থিতিতে দেড়শোটির বেশি দেশে ভারতের সাহায্য পাঠানোর কথা তুলে ধরা হতে পারে অধিবেশনে। এবছর নারী সম্পর্কিত ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্সের 25 তম বার্ষিকী ৷ সেক্ষেত্রে ভারত নারীদের উন্নয়নের ক্ষেত্রে তার প্রতিশ্রুতি এবং সাফল্যের দিকটি তুলে ধরবে ৷

ভারত 1 জানুয়ারি থেকে শুরু করে দু'বছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যও হবে ৷ যেখানে মূলত- সম্মান , সংবাদ (সংলাপ) , সহযোগিতা , শান্তি এবং সমৃদ্ধি এই পাঁচটি বিষয় অনুসরণ করা হবে ৷

দিল্লি , 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75 তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনা প্যানডেমিকের কারণে এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভা মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ৷ সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্বে রেকর্ড করা একটি ভিডিয়ো-বার্তা UNGA হলে শোনানো হবে ৷

পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রসংঘের অধিবেশনে ভারতের প্রধান লক্ষ্য থাকবে , বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপকে জোরদার করা ৷ সুদূরপ্রসারী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইশুতে ভারতের সক্রিয়তা অব্যাহত থাকবে ৷

কোরোনা পরিস্থিতিতে দেড়শোটির বেশি দেশে ভারতের সাহায্য পাঠানোর কথা তুলে ধরা হতে পারে অধিবেশনে। এবছর নারী সম্পর্কিত ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্সের 25 তম বার্ষিকী ৷ সেক্ষেত্রে ভারত নারীদের উন্নয়নের ক্ষেত্রে তার প্রতিশ্রুতি এবং সাফল্যের দিকটি তুলে ধরবে ৷

ভারত 1 জানুয়ারি থেকে শুরু করে দু'বছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যও হবে ৷ যেখানে মূলত- সম্মান , সংবাদ (সংলাপ) , সহযোগিতা , শান্তি এবং সমৃদ্ধি এই পাঁচটি বিষয় অনুসরণ করা হবে ৷

Last Updated : Sep 26, 2020, 6:06 PM IST

For All Latest Updates

TAGGED:

UNGA session
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.