দিল্লি, 16 সেপ্টেম্বর : শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিনজো আবে । সেই জায়গায় এসেছেন নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা । আজ প্রধানমন্ত্রী পদে সুগার অভিষেকের পর শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদি । তাঁর আশা, ভারত ও জাপান যৌথভাবে বিশেষ কৌশল গ্রহণ করবে এবং আন্তর্জাতিক পার্টনারশিপকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ।
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "জাপানের প্রধানমন্ত্রী পদে বসার জন্য ইয়োশিহিদে সুগাকে অন্তর থেকে অভিনন্দন জানাই । ভারত ও জাপান যৌথভাবে বিশেষ কৌশল গ্রহণ করবে এবং আন্তর্জাতিক পার্টনারশিপকে নতুন উচ্চতায় নিয়ে যাবে । এই আশা রাখছি ।"
সুগা দীর্ঘ সময় ধরে শিনজো আবের ডান হাত হিসেবে পরিচিত । তিনি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন । সেই সুগা আজ নিজের মন্ত্রিসভা গড়বেন । আবের দেখানো পথেই চলবেন বলে জানিয়েছেন তিনি ।