দিল্লি, 30 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে তিন BJP নেতা-কর্মী খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে সরব হন তিনি। লেখেন, "তিন কার্যকর্তার খুনের ঘটনার নিন্দা করছি। ঝকঝকে তিন যুবক। জম্মু ও কাশ্মীরে ভালো কাজ করছিলেন। এই কষ্টের সময়ে ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। ওঁদের আত্মার শান্তি কামনা করি।"
-
I condemn the killing of 3 of our young Karyakartas. They were bright youngsters doing excellent work in J&K. My thoughts are with their families in this time of grief. May their souls rest in peace. https://t.co/uSfsUP3n3W
— Narendra Modi (@narendramodi) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I condemn the killing of 3 of our young Karyakartas. They were bright youngsters doing excellent work in J&K. My thoughts are with their families in this time of grief. May their souls rest in peace. https://t.co/uSfsUP3n3W
— Narendra Modi (@narendramodi) October 29, 2020I condemn the killing of 3 of our young Karyakartas. They were bright youngsters doing excellent work in J&K. My thoughts are with their families in this time of grief. May their souls rest in peace. https://t.co/uSfsUP3n3W
— Narendra Modi (@narendramodi) October 29, 2020
গতকাল দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয় যুব মোর্চার নেতাসহ তিনজনের । কুলগাম জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু-কে গত সন্ধেয় গুলি করে হত্যা করে জঙ্গিরা । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন হারুন বেগ ও উমর হাজ়ম নামে আরও দুই BJP কর্মী । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁদেরও । কুলগামের কাজিগুন্দে ওয়াই কে পোরা এলাকার ঘটনা ।
ঘটনার তীব্র নিন্দা করেন ওমর আবদুল্লা । শোকপ্রকাশ করে টুইট করেন মেহবুবা মুফতিও।