দিল্লি, 14 এপ্রিল : 3 মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন । সব মিলিয়ে টানা 40 দিন বন্ধ থাকবে গোটা দেশ । বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে সরকার । ক্ষতির মুখে দেশের সমস্ত বেসরকারি সংস্থাগুলিও । এই পরিস্থিতি সমস্ত ব্যবসায়ী ও সংস্থার মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, কারও যেন চাকরি না যায় ।
শুধুমাত্র আর্থিক দিক থেকে দেখতে গেলে গোটা দেশ এক বিশাল অঙ্কের ক্ষতির মুখোমুখি হচ্ছে । সে-কথা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রীও । কিন্তু দেশবাসীর প্রাণ সবার আগে, এ-কথাও স্মরণ করিয়ে দেন তিনি । বলেন, "দেশবাসীর জীবনের থেকে বড় কোনও কিছুই না ।"
এ দিকে আর্থিক চাপের মুখে পড়ে ইতিমধ্যেই একাধিক বেসরকারি সংস্থা কর্মীছাঁটাইয়ের কথা ভাবতে শুরু করেছিল । এই পরিস্থিতিতে কর্মীছাটাই হলে দেশে আরও বড় সংকটের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী । তাই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানানোর পাশাপাশি দেশের সমস্ত উদ্যোগপতি ও বেসরকারি সংস্থার মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, কাউকে যেন চাকরি থেকে ছাঁটাই না করা হয় ।
কিছুদিন আগেই মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার রিপোর্টে বলা হয়েছিল, কোরোনার জেরে বাড়ছে বেকারত্বের হার । রিপোর্টের তথ্যের ভিত্তিতে, কোরোনার খবর সামনে আসার পর, যখন দেশে লকডাউন শুরু হয়নি তখন থেকেই চাকরির বাজার খারাপ হতে শুরু করেছিল । মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে অবস্থা আরও খারাপ হয় । এপ্রিলের শুরুর দিকে দেশের সামগ্রিক বেকারত্বের হার বেড়ে হয়েছে 23 শতাংশ । রিপোর্টে যে আশঙ্কার কথা বলা হয়েছে, আজ প্রধানমন্ত্রীর বার্তায় ফের সে কথাই আরও একবার সামনে এল ।