ETV Bharat / bharat

আজ চেকপোস্ট উদ্বোধনে মোদি-ওলি, কথা হতে পারে কালাপানি নিয়ে

author img

By

Published : Jan 21, 2020, 9:19 AM IST

কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর নতুন মানচিত্রে কালাপানি এলাকাটিতে ভারতীয় ভূ-ভাগের ভিতরে দেখানো হয় ৷ নেপালের দাবি, ওই এলাকাটি তাদের ৷ এই পরিস্থিতিতেই আজ মুখোমুখি হতে চলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷

Kalapani
ফাইল ছবি

দিল্লি, 21 জানুয়ারি : ভারত-নেপাল বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে যোগবাণী-বিরাটহাট সীমান্তে বসানো হচ্ছে নতুন চেকপোস্ট ৷ আজ এই চেকপোস্ট উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেও উদ্যোগী দুই দেশের প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গতরাতেই এক টুইটে এই চেকপোস্টের উদ্বোধনের কথা জানানো হয় ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷

  • Prime Minister Narendra Modi & Nepal Prime Minister KP Sharma Oli to jointly inaugurate today, the 2nd Integrated Check Post (ICP) at Jogbani-Biratnagar, built with Indian assistance to facilitate trade & people’s movement. (file pic) pic.twitter.com/xj4qaqZ01o

    — ANI (@ANI) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই কালাপানি ইশুতে মুখ খুলেছিলেন নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য্য ৷ নেপালের রাষ্ট্রদূত বলেছিলেন, "কালাপানি নেপালের অংশ ৷ এটা ভারত মেনে না নিলে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়বে ৷" প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই কালাপানি ইশুতে সরব হয় নেপাল ৷ ভারতের নতুন মানচিত্রে চিন-নেপাল-ভারতের সংযোগস্থানের ওই এলাকাটি নিজেদের ভূ-ভাগের ভিতরে দেখায় দিল্লি, দাবি করেছিল নেপাল ৷ যদিও কেন্দ্রের তরফে সেই দাবি নস্যাৎ করা হয় ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ দুই প্রধানের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

দিল্লি, 21 জানুয়ারি : ভারত-নেপাল বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে যোগবাণী-বিরাটহাট সীমান্তে বসানো হচ্ছে নতুন চেকপোস্ট ৷ আজ এই চেকপোস্ট উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেও উদ্যোগী দুই দেশের প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গতরাতেই এক টুইটে এই চেকপোস্টের উদ্বোধনের কথা জানানো হয় ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷

  • Prime Minister Narendra Modi & Nepal Prime Minister KP Sharma Oli to jointly inaugurate today, the 2nd Integrated Check Post (ICP) at Jogbani-Biratnagar, built with Indian assistance to facilitate trade & people’s movement. (file pic) pic.twitter.com/xj4qaqZ01o

    — ANI (@ANI) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই কালাপানি ইশুতে মুখ খুলেছিলেন নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য্য ৷ নেপালের রাষ্ট্রদূত বলেছিলেন, "কালাপানি নেপালের অংশ ৷ এটা ভারত মেনে না নিলে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়বে ৷" প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই কালাপানি ইশুতে সরব হয় নেপাল ৷ ভারতের নতুন মানচিত্রে চিন-নেপাল-ভারতের সংযোগস্থানের ওই এলাকাটি নিজেদের ভূ-ভাগের ভিতরে দেখায় দিল্লি, দাবি করেছিল নেপাল ৷ যদিও কেন্দ্রের তরফে সেই দাবি নস্যাৎ করা হয় ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ দুই প্রধানের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Malappuram (Kerala), Jan 21 (ANI): While speaking at a public gathering in Kerala's Malappuram, Congress leader Mani Shankar Aiyar said, "It was only in 2014 that they (BJP) got the majority and that majority got increased in May 2019. They (BJP) said we also have a slight majority in Rajya Sabha along with others, so let us push all the anti-Muslim legislation that we have in mind. It began with Article 370 (abrogation) and 35A of Constitution and then the division of the Riyasat of Jammu-Kashmir between Ladakh and Jammu and Kashmir, and then a brutal oppression of the people of the Valley. At one stage, they even locked up, 4,000 leaders." He further said, "There are traitors like the ones we are seeing now, but then in every society there are traitors, these are not representatives of the people, if they were, they would have been elected many years ago. How many elections we've had in Jammu and Kashmir? Some of these people are those who were elected and have now decided to betray the cause for which they stood. They are sending 36 union ministers to J-K, look at these cowards, 31 are going to Jammu and only 5 to Kashmir."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.