দিল্লি, 12 মে : পিএম কেয়ার্স ফান্ড নিয়ে ফের প্রশ্ন তুলল কংগ্রেস । সঙ্গে CAG-কে দিয়ে অডিটের দাবিও তুলেছে তারা । তাদের অভিযোগ, কোরোনা আক্রান্তদের জন্য এই তহবিলের টাকা ব্যবহার করা হচ্ছে না ।
অভিষেক মনু সিংভি বলেন, "পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আমাদের একমাত্র উদ্বেগ হল যে এই তহবিলের টাকা কোরোনা আক্রান্তদের জন্য ব্যয় করা হচ্ছে না । যা সরাসরি ও সঙ্গে সঙ্গে দেওয়া উচিত ছিল ।" তিনি আরও বলেন, "আমরা শুধু CAG অথবা বিশ্বাসযোগ্য স্বাধীন কোনও সংস্থা দিয়ে অডিটের দাবি জানাচ্ছি । এবং আপডেট চাইছি ।"
দেশে কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড নামে ত্রাণ তহবিল তৈরি করেন প্রধানমন্ত্রী । যেখানে ইতিমধ্যেই অনেকে অনুদান দিয়েছেন । এই তহবিলের কোনও স্বচ্ছতা নেই বলে কংগ্রেসের অভিযোগ । এনিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা ।
এর আগে টুইট করেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেস । তাদের তরফে টুইটে লেখা হয়, "মানুষের জীবনের মূল্য না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ইতিহাসে লেখা থাকবে ।" স্বাস্থ্যকর্মীদের জন্য PPE নিয়েও প্রধানমন্ত্রী বিন্দুমাত্র চিন্তিত নন বলে তাদের অভিযোগ ।