দিল্লি, 17 জুন : লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 19 জুন বিকেল 5টায় একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি ৷
সোমবার রাতে গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন জওয়ানের মৃত্যু হয় ৷ সংবাদসংস্থা ANI সূত্রে খবর, সোমবার রাতের সংঘর্ষে চিনের অন্ততপক্ষে 43 জন জওয়ান হতাহত হয়েছে । মৃত্যু হয়েছে চিনের এক কমান্ডিং অফিসারও ।