দিল্লি, 1 জুলাই : আজ পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর 20 হাজার সেনা মোতায়েন করেছে চিনের পিপল'স লিবারেশন আর্মি(PLA) ৷ তবে, ভারতের উদ্বেগ বাড়াচ্ছে শিনাজিয়াংয়ে মোতায়েন চিনের 10-12 হাজার সেনা ৷ কারণ, শিনজিয়াংয়ে মোতায়েন চিন সেনাদের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক গাড়ি ও অস্ত্র রয়েছে ৷ যার সাহায্যে মাত্র 48 ঘণ্টায় ভারতীয় সীমানার কাছে চলে আসতে পারে চিন ৷ তাই শিনজিয়াংয়ে মোতায়েন 10-12 হাজার চিনা সেনার কার্যকলাপের উপর কড়া নজর রাখছে ভারত ৷
সরকারের শীর্ষস্তর থেকে একটি সংবাদসংস্থাকে জানানো হয়েছে, "পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর চিন দু'টি বিভাগে প্রায় 20 হাজার সেনা মোতায়েন করেছে ৷ 10 হাজার সেনার আর একটি দল ভারতীয় সীমান্ত থেকে 1 হাজার কিলোমিটার দূরে উত্তর শিনজিয়াংয়ে মোতায়েন করা হয়েছে ৷ চিনের সমতল ভূখণ্ডের জন্য ভারতীয় সীমানার সম্মুখে পৌঁছাতে তাদের সর্বোচ্চ 48 ঘণ্টা সময় লাগবে ৷ শিনজিয়াংয়ে মোতায়েন জওয়ানদের উপর কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি লাদাখে মোতায়েন সেনার উপরও নজর রাখা হচ্ছে ৷" আরও বলা হয়েছে, ছয় সপ্তাহের বেশি সময় ধরে ভারত ও চিন কূটনৈতিক ও সামরিক স্তরে কথা বলছে ৷ কিন্তু, তারপরও শিনজিয়াং থেকে সেনা সংখ্যা কমানো হয়নি চিনের তরফে ৷
অন্যদিকে চিনের তরফে তিব্বতে সাধারণত দুই ভাগে সেনা মোতায়েন করা হয় ৷ কিন্তু, এবার তারা আরও দুই দল সেনা মোতায়েন করেছে ৷ ভারতের তরফেও নিজেদের অবস্থান আরও জোরদার করা হয়েছে এবং পূর্ব লাদাখের এলাকাগুলিতে কমপক্ষে দু'ভাগে সেনা মোতায়েন রয়েছে ৷ পাশাপাশি DBO সেক্টরে অতিরিক্ত ট্যাঙ্ক ও BMP-2 ইনফ্যানট্রি যুদ্ধ পরিবহন মোতায়েন করা হয়েছে ৷ বর্তমানে পূর্ব লাদাখে তিনটি ব্রিগেড-সহ সেনার কারু ভিত্তিক ত্রিশূল বিভাগ নজরদারি চালাচ্ছে ৷ এদিকে গালওয়ান উপত্যকা থেকে কারাকোরান পাস পর্যন্ত DBO সেক্টরে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে ভারতীয় সেনাও আরও একটি দল মোতায়েনের বিষয়ে ভাবনাচিন্তা করছে ৷
প্যাংগং ও ফিঙ্গার এলাকায় এখন চিন নিজেদের অবস্থান জোরদার করছে ৷ ফিঙ্গার 8 এলাকায় চিন নিজেদের প্রশাসনিক ঘাঁটিও তৈরি করেছে ৷ পাশাপাশি গাড়ি ও বড় নৌকা মোতায়েন করেছে ৷ একটি সংবাদসংস্থা সূত্রে খবর, "প্যাংগং হ্রদের পাশে ফিঙ্গার 8 থেকে ফিঙ্গার 5 পর্যন্ত চিনের তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে তা চিন সেনাদের খুব সহজে ফিঙ্গার 4 ঘাঁটিতে পৌঁছে যেতে সাহায্য করবে ৷ পাশাপাশি হ্রদের কাছাকাছি চিনের তরফে উপযুক্ত সামরিক পরিকাঠামোও তৈরি করা হচ্ছে ৷ "
ভারত ও চিনের মধ্যে সামরিক ও কূটনৈতির স্তরে কথাবার্তা চললেও সমস্যা সমাধানে এই প্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে ৷ আর তার জন্য ভারতও নিজেকে প্রস্তুত করছে ৷ সূত্রের খবর, "সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত চিনের এই সেনা মোতায়েন থাকবে বলে মনে করা হচ্ছে ৷ "