ETV Bharat / bharat

কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা সরকারের - Piyush Goyal

লোকসভা নির্বাচনের আগে শেষবার বাজেট মোদি সরকারের। তবে পূর্ণাঙ্গ বাজেট নয়। আজ সংসদে অন্তর্বতী বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 1, 2019, 1:38 PM IST

দিল্লি, ১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা। বাজেটে ঘোষণা করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, যাঁদের দুই হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। বাজেটে কৃষকদের জন্য একাধিক ঘোষণা করলেন পীযূষ গোয়েল। পশুপালন ও মৎস্যচাষিদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদে ২ শতাংশ ছাড় দেওয়া হল।

  • FM Piyush Goyal: Instead of rescheduling of crop loans, the farmers severely affected by natural calamities will get 2% interest subvention and additional 3% interest subvention upon timely repayment pic.twitter.com/X2mLg9KIhC

    — ANI (@ANI) February 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

undefined

রাষ্ট্রীয় গোকুল যোজনায় চলতি অর্থবর্ষে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হল। এর ফলে লাভবান হবেন ১২ কোটি কৃষক। মৎস্যচাষিদের জন্য পৃথক দপ্তরের ঘোষণা করা হল। কৃষকদের আয় আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ঘোষণা ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

দিল্লি, ১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা। বাজেটে ঘোষণা করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, যাঁদের দুই হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। বাজেটে কৃষকদের জন্য একাধিক ঘোষণা করলেন পীযূষ গোয়েল। পশুপালন ও মৎস্যচাষিদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদে ২ শতাংশ ছাড় দেওয়া হল।

  • FM Piyush Goyal: Instead of rescheduling of crop loans, the farmers severely affected by natural calamities will get 2% interest subvention and additional 3% interest subvention upon timely repayment pic.twitter.com/X2mLg9KIhC

    — ANI (@ANI) February 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

undefined

রাষ্ট্রীয় গোকুল যোজনায় চলতি অর্থবর্ষে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হল। এর ফলে লাভবান হবেন ১২ কোটি কৃষক। মৎস্যচাষিদের জন্য পৃথক দপ্তরের ঘোষণা করা হল। কৃষকদের আয় আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ঘোষণা ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

Nanded (Maharashtra), Feb 01 (ANI): A snake was found in khichdi being served to the students of a government primary school in Maharashtra's Nanded on January 30. This incident took place at the Gargavan Zilla Parishad Primary School. There was no report of any student being affected as the meal distribution was stopped at once. 80 children were served the midday meal. The school was shocked to see the snake in the large vessel while serving the khichdi.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.