ETV Bharat / bharat

কোরোনা-মুক্ত নয় দেশ, সবরকমের নির্বাচনে স্থগিতাদেশের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিমকোর্টে

author img

By

Published : Apr 25, 2020, 10:31 AM IST

পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে । তাই ততদিন সবরকমের নির্বাচনে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ।

File Photo of Supreme Court
সুপ্রিমকোর্ট

দিল্লি, 25 এপ্রিল : ভারত এখনও কোরোনা-মুক্ত হয়নি । পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে । তাই ততদিন সবরকমের নির্বাচনে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এগজ়িকিউটিভ কমিটির চেয়ারম্যান সুপ্রিমকোর্টে এই মামলাটি করেন । তাঁর আইনজীবী ডি নরেন্দ্র রেড্ডি ইতিমধ্যে পিটিশন দাখিল করেছেন । তাতে বলা হয়েছে, নির্বাচনী কার্যকলাপে স্থগিতাদেশ সংক্রান্ত পরামর্শগুলি কমিশনকে জারি করার জন্য জাতীয় এগজ়িকিউটিভ কমিটির চেয়ারম্যানকে নির্দেশ দিতে হবে ।

পিটিশনে বলা হয়েছে, নাগরিকদের জীবনের স্বার্থে দেশজুড়ে সবরকমের নির্বাচন স্থগিত করতে হবে । অন্যথা তা সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করবে । কারণ ভারতীয় সংবিধানের আওতায় নাগরিকদের সুরক্ষা প্রদান করা হয়েছে ।

দেশজুড়ে বাড়ছে কোরোনার প্রকোপ ৷ গতকাল নতুন করে 1429 জন আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 হাজার 506 ৷ মৃত 775 ৷

দিল্লি, 25 এপ্রিল : ভারত এখনও কোরোনা-মুক্ত হয়নি । পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে । তাই ততদিন সবরকমের নির্বাচনে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এগজ়িকিউটিভ কমিটির চেয়ারম্যান সুপ্রিমকোর্টে এই মামলাটি করেন । তাঁর আইনজীবী ডি নরেন্দ্র রেড্ডি ইতিমধ্যে পিটিশন দাখিল করেছেন । তাতে বলা হয়েছে, নির্বাচনী কার্যকলাপে স্থগিতাদেশ সংক্রান্ত পরামর্শগুলি কমিশনকে জারি করার জন্য জাতীয় এগজ়িকিউটিভ কমিটির চেয়ারম্যানকে নির্দেশ দিতে হবে ।

পিটিশনে বলা হয়েছে, নাগরিকদের জীবনের স্বার্থে দেশজুড়ে সবরকমের নির্বাচন স্থগিত করতে হবে । অন্যথা তা সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করবে । কারণ ভারতীয় সংবিধানের আওতায় নাগরিকদের সুরক্ষা প্রদান করা হয়েছে ।

দেশজুড়ে বাড়ছে কোরোনার প্রকোপ ৷ গতকাল নতুন করে 1429 জন আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 হাজার 506 ৷ মৃত 775 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.