ETV Bharat / bharat

লকডাউনের মাঝে রাষ্ট্রায়ত্ত সংস্থা খোলার অভিযোগ, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা - lockdown violation

SAIL, NBCC সহ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকার অধিকৃত সংস্থাগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 9:33 PM IST

দিল্লি, 24 এপ্রিল : লকডাউনের মাঝেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকার অধিকৃত সংস্থাগুলির বিরুদ্ধে অফিস খোলা এবং পুনরায় কাজ চালু করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে । স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(SAIL), ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশেন লিমিটেড(NBCC) সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ও সরকার অধিকৃত সংস্থাগুলির বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন অনিল কে আগরওয়াল ও কে এস ওয়াহি নামে দুই আইনজীবী ।

মামলাটিতে বলা হয়েছে, SAIL বা NBCC এই সংস্থাগুলি অত্যাবশকীয় পণ্য পরিষেবার সঙ্গে যুক্ত নয় । তবুও তারা নিজেদের মন্ত্রক বা সরকারি দপ্তরের অধীনস্থ বলে চিহ্নিত করছে । যা ভুল । এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের অফিসগুলি খুলে কাজ শুরু করেছে । এর মধ্য দিয়ে এই সংস্থাগুলি নিজেদের কর্মীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে ।

এবিষয়ে অনিল কে আগরওয়াল ও কে এস ওয়াহি নামে দুই আইনজীবী বলেন, "এই সংস্থাগুলি তাদের কর্মচারীদের লকডাউনের মাঝেই বাড়ি থেকে বেরিয়ে কাজ যোগ দেওয়ার জন্য নির্দেশিকা জারি করছে । যা লকডাউনের নিয়মকানুন ও কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি সমস্ত নিয়ম ও নির্দেশিকাকে লঙ্ঘন করে। এর জেরে কোরোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে । তাই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ।"

মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে আইনজীবীদের তরফে ।

দিল্লি, 24 এপ্রিল : লকডাউনের মাঝেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকার অধিকৃত সংস্থাগুলির বিরুদ্ধে অফিস খোলা এবং পুনরায় কাজ চালু করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে । স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(SAIL), ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশেন লিমিটেড(NBCC) সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ও সরকার অধিকৃত সংস্থাগুলির বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন অনিল কে আগরওয়াল ও কে এস ওয়াহি নামে দুই আইনজীবী ।

মামলাটিতে বলা হয়েছে, SAIL বা NBCC এই সংস্থাগুলি অত্যাবশকীয় পণ্য পরিষেবার সঙ্গে যুক্ত নয় । তবুও তারা নিজেদের মন্ত্রক বা সরকারি দপ্তরের অধীনস্থ বলে চিহ্নিত করছে । যা ভুল । এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের অফিসগুলি খুলে কাজ শুরু করেছে । এর মধ্য দিয়ে এই সংস্থাগুলি নিজেদের কর্মীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে ।

এবিষয়ে অনিল কে আগরওয়াল ও কে এস ওয়াহি নামে দুই আইনজীবী বলেন, "এই সংস্থাগুলি তাদের কর্মচারীদের লকডাউনের মাঝেই বাড়ি থেকে বেরিয়ে কাজ যোগ দেওয়ার জন্য নির্দেশিকা জারি করছে । যা লকডাউনের নিয়মকানুন ও কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি সমস্ত নিয়ম ও নির্দেশিকাকে লঙ্ঘন করে। এর জেরে কোরোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে । তাই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ।"

মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে আইনজীবীদের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.