ETV Bharat / bharat

অপহরণের পর ধর্ষণ, প্রাণ বাঁচাতে বিবস্ত্র হয়ে ছুটল কিশোরী - রাজস্থান

মেলা থেকে মন্দির যাওয়ার পথে ধর্ষণের অভিযোগ ৷ প্রাণ বাঁচাতে নগ্ন হয়ে ছুটল নির্যাতিতা

অপহরণের পর ধর্ষণ, প্রাণ বাঁচাতে বিবস্ত্র হয়ে ছুটল কিশোরী
author img

By

Published : Sep 13, 2019, 7:38 PM IST

ভিলওয়ার, 13 সেপ্টেম্বর : বিবস্ত্র হয়ে আতঙ্কে ছুটছে এক কিশোরী ৷ কেউ যেন ধাওয়া করে আসছে পিছনে ৷ অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল তাকে ৷ প্রাণ বাঁচাতে নগ্ন হয়ে ছুটে চলেছে মেয়েটি ৷ এমনই এক আতঙ্কের সাক্ষী রইল রাজস্থানের ভিলওয়ারা ৷

সোমবার সন্ধ্যায় কিশোরী, তার তুতো বোন ও বন্ধুর সঙ্গে একটি মেলা দেখে ফিরছিল ৷ একটি মন্দিরের পাশে তিন ব্যক্তি তাদের পথ আটকায় ৷ তুতো বোন দৌড়ে পালাতে পারলেও কিশোরী পারেনি ৷ অভিযোগ, তাকে জোর করে ধরে নিয়ে যায় ওই তিনজন ৷ পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ৷ মেয়েটির তুতো বোন পার্শ্ববর্তী একটি বাজারের কাছে গিয়ে বোনকে বাঁচাতে সাহায্য চায় ৷ এক দোকানি সাহায্য করতে এগিয়ে আসেন ৷ দোকানির সাহায্যে তুতো বোন নিগৃহীতার খোঁজে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় নগ্ন হয়ে আতঙ্কে ছুটে আসছে সে ৷ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷

ভিলওয়ারার এক পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ DSP ভরত সিং বলেন, পুলিশ ভাঙা চুড়ি, মদের বোতল, পোশাকের টুকরো এবং রক্তের দাগের নমুনা সংগ্রহ করেছে ঘটনাস্থান থেকে ৷ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

ভিলওয়ার, 13 সেপ্টেম্বর : বিবস্ত্র হয়ে আতঙ্কে ছুটছে এক কিশোরী ৷ কেউ যেন ধাওয়া করে আসছে পিছনে ৷ অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল তাকে ৷ প্রাণ বাঁচাতে নগ্ন হয়ে ছুটে চলেছে মেয়েটি ৷ এমনই এক আতঙ্কের সাক্ষী রইল রাজস্থানের ভিলওয়ারা ৷

সোমবার সন্ধ্যায় কিশোরী, তার তুতো বোন ও বন্ধুর সঙ্গে একটি মেলা দেখে ফিরছিল ৷ একটি মন্দিরের পাশে তিন ব্যক্তি তাদের পথ আটকায় ৷ তুতো বোন দৌড়ে পালাতে পারলেও কিশোরী পারেনি ৷ অভিযোগ, তাকে জোর করে ধরে নিয়ে যায় ওই তিনজন ৷ পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ৷ মেয়েটির তুতো বোন পার্শ্ববর্তী একটি বাজারের কাছে গিয়ে বোনকে বাঁচাতে সাহায্য চায় ৷ এক দোকানি সাহায্য করতে এগিয়ে আসেন ৷ দোকানির সাহায্যে তুতো বোন নিগৃহীতার খোঁজে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় নগ্ন হয়ে আতঙ্কে ছুটে আসছে সে ৷ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷

ভিলওয়ারার এক পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ DSP ভরত সিং বলেন, পুলিশ ভাঙা চুড়ি, মদের বোতল, পোশাকের টুকরো এবং রক্তের দাগের নমুনা সংগ্রহ করেছে ঘটনাস্থান থেকে ৷ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

Varanasi (Uttar Pradesh), Sep 13 (ANI): Samajwadi Party (SP) workers on Sep 13 held a 'cycle protest' in Varanasi city of Uttar Pradesh against the new motor vehicles act which aims at reducing road accidents by levying heavy penalties on violators. The protestors demanded the rollback of Motor Vehicles (Amendment) Act, 2019 which they called a "dictatorial law", and showed their displeasure with both the state and central government by showing 'Modi-Yogi hosh me aao' placards. Interestingly, most of the protestors who took part in the cycle protest rally were wearing helmets. 'Cycle' is electoral symbol of Samajwadi Party
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.