ভিলওয়ার, 13 সেপ্টেম্বর : বিবস্ত্র হয়ে আতঙ্কে ছুটছে এক কিশোরী ৷ কেউ যেন ধাওয়া করে আসছে পিছনে ৷ অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল তাকে ৷ প্রাণ বাঁচাতে নগ্ন হয়ে ছুটে চলেছে মেয়েটি ৷ এমনই এক আতঙ্কের সাক্ষী রইল রাজস্থানের ভিলওয়ারা ৷
সোমবার সন্ধ্যায় কিশোরী, তার তুতো বোন ও বন্ধুর সঙ্গে একটি মেলা দেখে ফিরছিল ৷ একটি মন্দিরের পাশে তিন ব্যক্তি তাদের পথ আটকায় ৷ তুতো বোন দৌড়ে পালাতে পারলেও কিশোরী পারেনি ৷ অভিযোগ, তাকে জোর করে ধরে নিয়ে যায় ওই তিনজন ৷ পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ৷ মেয়েটির তুতো বোন পার্শ্ববর্তী একটি বাজারের কাছে গিয়ে বোনকে বাঁচাতে সাহায্য চায় ৷ এক দোকানি সাহায্য করতে এগিয়ে আসেন ৷ দোকানির সাহায্যে তুতো বোন নিগৃহীতার খোঁজে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় নগ্ন হয়ে আতঙ্কে ছুটে আসছে সে ৷ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷
ভিলওয়ারার এক পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ DSP ভরত সিং বলেন, পুলিশ ভাঙা চুড়ি, মদের বোতল, পোশাকের টুকরো এবং রক্তের দাগের নমুনা সংগ্রহ করেছে ঘটনাস্থান থেকে ৷ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷