দিল্লি ও জয়পুর : হায়দরাবাদের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷ পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সরব হয়েছে হায়দরাবাদ থেকে শুরু করে দিল্লি ৷ তামিলনাড়ু, দিল্লি, কলকাতা পর পর ধর্ষণের খবর এসেছে গত কয়েক দিনে ৷ এরই মাঝে দিল্লিতে ফের আরও এক ধর্ষণের খবর সামনে এল ৷ পুলিশ সূত্রের খবর, 26 নভেম্বর দিল্লির নারেলা অঞ্চলে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ বাড়ির সামনে খেলছিল মেয়েটি ৷ আর সেই সময়েই অজ্ঞা পরিচয় এক ব্যক্তি ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে ৷
অন্যদিকে, রাজস্থানেও 6 বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৷ ঘটনাটি রাজস্থানের টোঙ্ক জেলার ৷ গতকাল দুপুর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে ৷ প্রায় 3টে নাগাদ স্কুলে শেষবার দেখা গিয়েছিল তাকে ৷ এরপর আজ সকালে এলাকায় এক ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ওই শিশুটির দেহ ৷ ঘটনার তদন্তে নেমেছে আলিগড় থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করার পরে শিশুটির বেল্ট দিয়েই শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা ৷
আরও পড়ুন : মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি
আরও পড়ুন : হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যে একাধিক মিছিল
হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এরইমাঝে রাজস্থানে ফের ধর্ষণ করে খুন করা হল নাবালিকাকে ৷ রাজধানীতে নিগৃহীতা 9 বছরের এক নাবালিকা ৷ একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসায় উত্তাল হয়েছে হায়দরাবাদ থেকে দিল্লি ৷ প্রতিবাদের গর্জে উঠেছে কলকাতাও ৷ কান্না, ক্রোধ আর মোমবাতি মিছিলে প্রতিবাদ হচ্ছে গোটা দেশে ৷ প্রশ্ন উঠেছে কবে নির্মূল হবে এই সামাজিক ব্যাধি ?