ETV Bharat / bharat

দিল্লিতে ধর্ষিতা নাবালিকা, ধর্ষণের পর খুন রাজস্থানে - দিল্লি

পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সরব হয়েছে হায়দরাবাদ থেকে শুরু করে দিল্লি ৷ এরই মাঝে রাজধানীতে ফের আরও এক ধর্ষণের খবর সামনে আসে ৷ একইভাবে রাজস্থানেও 6 বছর বয়সি এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷

Physical assault
রাজধানীতে নাবালিকা নিগৃহ
author img

By

Published : Dec 1, 2019, 5:45 PM IST

দিল্লি ও জয়পুর : হায়দরাবাদের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷ পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সরব হয়েছে হায়দরাবাদ থেকে শুরু করে দিল্লি ৷ তামিলনাড়ু, দিল্লি, কলকাতা পর পর ধর্ষণের খবর এসেছে গত কয়েক দিনে ৷ এরই মাঝে দিল্লিতে ফের আরও এক ধর্ষণের খবর সামনে এল ৷ পুলিশ সূত্রের খবর, 26 নভেম্বর দিল্লির নারেলা অঞ্চলে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ বাড়ির সামনে খেলছিল মেয়েটি ৷ আর সেই সময়েই অজ্ঞা পরিচয় এক ব্যক্তি ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে ৷

অন্যদিকে, রাজস্থানেও 6 বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৷ ঘটনাটি রাজস্থানের টোঙ্ক জেলার ৷ গতকাল দুপুর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে ৷ প্রায় 3টে নাগাদ স্কুলে শেষবার দেখা গিয়েছিল তাকে ৷ এরপর আজ সকালে এলাকায় এক ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ওই শিশুটির দেহ ৷ ঘটনার তদন্তে নেমেছে আলিগড় থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করার পরে শিশুটির বেল্ট দিয়েই শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি

আরও পড়ুন : হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যে একাধিক মিছিল

হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এরইমাঝে রাজস্থানে ফের ধর্ষণ করে খুন করা হল নাবালিকাকে ৷ রাজধানীতে নিগৃহীতা 9 বছরের এক নাবালিকা ৷ একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসায় উত্তাল হয়েছে হায়দরাবাদ থেকে দিল্লি ৷ প্রতিবাদের গর্জে উঠেছে কলকাতাও ৷ কান্না, ক্রোধ আর মোমবাতি মিছিলে প্রতিবাদ হচ্ছে গোটা দেশে ৷ প্রশ্ন উঠেছে কবে নির্মূল হবে এই সামাজিক ব্যাধি ?

দিল্লি ও জয়পুর : হায়দরাবাদের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷ পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সরব হয়েছে হায়দরাবাদ থেকে শুরু করে দিল্লি ৷ তামিলনাড়ু, দিল্লি, কলকাতা পর পর ধর্ষণের খবর এসেছে গত কয়েক দিনে ৷ এরই মাঝে দিল্লিতে ফের আরও এক ধর্ষণের খবর সামনে এল ৷ পুলিশ সূত্রের খবর, 26 নভেম্বর দিল্লির নারেলা অঞ্চলে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ বাড়ির সামনে খেলছিল মেয়েটি ৷ আর সেই সময়েই অজ্ঞা পরিচয় এক ব্যক্তি ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে ৷

অন্যদিকে, রাজস্থানেও 6 বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৷ ঘটনাটি রাজস্থানের টোঙ্ক জেলার ৷ গতকাল দুপুর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে ৷ প্রায় 3টে নাগাদ স্কুলে শেষবার দেখা গিয়েছিল তাকে ৷ এরপর আজ সকালে এলাকায় এক ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ওই শিশুটির দেহ ৷ ঘটনার তদন্তে নেমেছে আলিগড় থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করার পরে শিশুটির বেল্ট দিয়েই শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি

আরও পড়ুন : হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যে একাধিক মিছিল

হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এরইমাঝে রাজস্থানে ফের ধর্ষণ করে খুন করা হল নাবালিকাকে ৷ রাজধানীতে নিগৃহীতা 9 বছরের এক নাবালিকা ৷ একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসায় উত্তাল হয়েছে হায়দরাবাদ থেকে দিল্লি ৷ প্রতিবাদের গর্জে উঠেছে কলকাতাও ৷ কান্না, ক্রোধ আর মোমবাতি মিছিলে প্রতিবাদ হচ্ছে গোটা দেশে ৷ প্রশ্ন উঠেছে কবে নির্মূল হবে এই সামাজিক ব্যাধি ?

Mumbai, Dec 01 (ANI): Bollywood actor Salman Khan attended the song launch event of his upcoming film 'Dabangg 3' in Mumbai on November 30. Music director Sajid-Wajid performed at the event with several singers of the movie. The foot-tapping song 'Munna Badnam Hua' also got released on this occasion. 'Dabangg 3' is the third film of the Dabangg franchise, which stars Sonakshi Sinha opposite Salman Khan. The film is slated to open in theatres on December 20. Several musical and dance performances were done by the professional artists during the fun night.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.