ETV Bharat / bharat

ইদের আগেই কাশ্মীরে আংশিক চালু মোবাইল, ইন্টারনেট পরিষেবা - internet-partially-restored-in-kashmir

পাঁচদিন পর আজ সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নমাজের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে ।

শ্রীনগরের রাস্তায় লোকজন
author img

By

Published : Aug 9, 2019, 12:58 PM IST

Updated : Aug 9, 2019, 4:10 PM IST

দিল্লি, 9 অগাস্ট : পাঁচদিন পর আজ সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নমাজ়ের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে ।

আজ সকালে শ্রীনগরের জামা মসজিদের মূল ফটক বন্ধ ছিল । যা ইঙ্গিত করছিল যে শহরের প্রধান মসজিদে নমাজ়ের সম্ভাবনা নেই । তবে শহরের ভিতরের ছোটো ছোটো মসজিদে নমাজ় পড়ার অনুমতি দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, কোনও সমস্যা ছাড়াই নমাজ চললে আরও শিথিল করা হবে বিধিনিষেধ ।

রাজ্য পুলিশের DGP দিলবাগ সিং বলেন, "নিজের নিজের এলাকায় নমাজ় পড়ার অনুমতি দেওয়া হয়েছে । এতে কোনও বাধা নেই । তবে নিজের এলাকা থেকে অন্যত্র যাওয়া উচিত নয় ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । রাজ্যপাল সত্যপাল মালিক গতকালই পরিস্থিতি পর্যালোচনা করে আশ্বাস দিয়েছিলেন, জুম্মার নমাজ় ও ইদ উৎসব পালনের জন্য আগামী সপ্তাহে বিধিনিষেধ শিথিল করা হবে । গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে ভাষণে জানিয়েছেন, সোমবার ইদ উদযাপনের সময় যাতে নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হয় সেটা সরকার নিশ্চিত করবে । মোদি বলেন, "আমাদের বন্ধুরা যারা বাইরে থাকে, তারা যদি ইদে বাড়ি ফিরতে চায় তবে সরকার সবরকম সহায়তা করবে ।"

দেখুন ভিডিয়ো

দিল্লি, 9 অগাস্ট : পাঁচদিন পর আজ সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নমাজ়ের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে ।

আজ সকালে শ্রীনগরের জামা মসজিদের মূল ফটক বন্ধ ছিল । যা ইঙ্গিত করছিল যে শহরের প্রধান মসজিদে নমাজ়ের সম্ভাবনা নেই । তবে শহরের ভিতরের ছোটো ছোটো মসজিদে নমাজ় পড়ার অনুমতি দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, কোনও সমস্যা ছাড়াই নমাজ চললে আরও শিথিল করা হবে বিধিনিষেধ ।

রাজ্য পুলিশের DGP দিলবাগ সিং বলেন, "নিজের নিজের এলাকায় নমাজ় পড়ার অনুমতি দেওয়া হয়েছে । এতে কোনও বাধা নেই । তবে নিজের এলাকা থেকে অন্যত্র যাওয়া উচিত নয় ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । রাজ্যপাল সত্যপাল মালিক গতকালই পরিস্থিতি পর্যালোচনা করে আশ্বাস দিয়েছিলেন, জুম্মার নমাজ় ও ইদ উৎসব পালনের জন্য আগামী সপ্তাহে বিধিনিষেধ শিথিল করা হবে । গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে ভাষণে জানিয়েছেন, সোমবার ইদ উদযাপনের সময় যাতে নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হয় সেটা সরকার নিশ্চিত করবে । মোদি বলেন, "আমাদের বন্ধুরা যারা বাইরে থাকে, তারা যদি ইদে বাড়ি ফিরতে চায় তবে সরকার সবরকম সহায়তা করবে ।"

দেখুন ভিডিয়ো
Srikakulam (AP), Aug 09 (ANI): Animal statues erected along the sea coast here washed away in heavy rains on 08 Aug 2019. Vamsadhara and Nagavali Rivers in the Srikakulam district are overflowing due to heavy rains in their catchment areas located in Odisha. In Vamsadhara River, almost 1 lakh cusecs of water has been released into the sea. Due to this, Kalingapatnam town on the banks of the Bay of Bengal received huge floodwaters.
Last Updated : Aug 9, 2019, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.