ETV Bharat / bharat

ভারতে কোরোনা ভ্য়াকসিন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন ফাইজ়ারের

শুক্রবার ফাইজ়ার ইন্ডিয়ার তরফে ছাড়পত্রের আবেদন করা হয়েছে ৷ যে আবেদনে ভারতে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের রপ্তানি এবং তার বণ্টন ও বিক্রির অনুমতি চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে 2019 নিউ ড্রাগস অ্য়ান্ড ক্লিনিকাল ট্রায়ালস আইন অনুযায়ী, ভারতীয়দের উপর ভ্য়াকসিনের পরীক্ষার অনুমোদন চেয়েছে ফাইজ়ার ৷

Pfizer Seeks India Approval For Covid Vaccine from the country's drug regulator the DCGI
জরুরি ভিত্তিতে ভারতে কোরোনা ভ্য়াকসিনের ক্লিনিকাল ট্রায়ালের আবেদন ফাইজ়ারের
author img

By

Published : Dec 6, 2020, 5:12 PM IST

দিল্লি, 6 ডিসেম্বর : এবার ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনার ভ্য়াকসিনের ব্য়বহারে অনুমোদন চেয়ে আবেদন জানাল মার্কিন মেডিকেল সংস্থা ফাইজ়ার ৷ সংবাদ সংস্থার সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার কাছ এমনই আবেদন জানিয়েছে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ব্রিটেন এবং বাহারিনে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের উপর ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, ডিসিজিআই ফাইজ়ারের আবেদনে সাড়া দিতেও পারে ৷ তবে, তার জন্য় ভারতের বাইরে চলা পরীক্ষার ফলের উপর তা নির্ভর করছে ৷

শুক্রবার ফাইজ়ার ইন্ডিয়ার তরফে ছাড়পত্রের আবেদন করা হয়েছে ৷ যে আবেদনে ভারতে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের রপ্তানি এবং তার বণ্টন ও বিক্রির অনুমতি চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে 2019 নিউ ড্রাগস অ্য়ান্ড ক্লিনিকাল ট্রায়ালস আইন অনুযায়ী, ভারতীয়দের উপর ভ্য়াকসিনের পরীক্ষার অনুমোদন চেয়েছে ফাইজ়ার ৷ মার্কিন এই সংস্থাকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তিন মাসের মধ্য়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ডিসিজিআই সূত্রে খবর, কোনও ভ্য়াকসিনকে স্থানীয়ভাবে ক্লিনিকাল ট্রায়াল করানোর বিশেষ ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার রয়েছে ৷ তবে, এতদিন সেই ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ব্য়বহার করেনি ৷

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন নিতে ব্রিটেনে যেতে চেয়ে ফোন বিভিন্ন ভ্রমণ সংস্থায়

ইংল্য়ান্ডে ছাড়পত্র পাওয়ার পরেই ফাইজ়ার সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারত সরকারের কাছেও এই ভ্য়াকসিনকে অনুমোদনের জন্য় আবেদন করা হবে ৷ ফাইজ়ার এবং বায়োএনটেকের এই ভ্য়াকসিন কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রায় 95 শতাংশ কার্যকরী বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি সংকটজনক পরিস্থিতিতে রোগীর শরীরে এই ভ্য়াকসিন প্রায় 100 শতাংশ কাজ করে বলে দাবি করা হয়েছে ফাইজ়ারের তরফে ৷ তবে, ফাইজ়ারের তৈরি এই ভ্য়াকসিন ভারতের বাজারে বণ্টন ও বিক্রি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভ্য়াকসিন বিশেষজ্ঞরা ৷ তাঁরা জানাচ্ছেন, এই আরএনএ ভ্য়াকসিন আল্ট্রাকোল্ড স্টোরেজ়ে সংরক্ষণ করতে হয় ৷ যার তাপমাত্রা হতে হবে মাইনাস 70 ডিগ্রি সেলসিয়াস ৷ আর ভারতে যে কোনও ভ্য়াকসিন সংরক্ষণ করা হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৷ ফলে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিন ভারতের বাজারে আনার পরিকাঠামোগত সমস্য়া রয়েছে ৷ পাশাপাশি এর দাম কত হবে তার উপর নির্ভর করছে, ভারতে এর বাজার কেমন হবে ৷

আরও পড়ুন : ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই

দিল্লি, 6 ডিসেম্বর : এবার ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনার ভ্য়াকসিনের ব্য়বহারে অনুমোদন চেয়ে আবেদন জানাল মার্কিন মেডিকেল সংস্থা ফাইজ়ার ৷ সংবাদ সংস্থার সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার কাছ এমনই আবেদন জানিয়েছে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ব্রিটেন এবং বাহারিনে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের উপর ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, ডিসিজিআই ফাইজ়ারের আবেদনে সাড়া দিতেও পারে ৷ তবে, তার জন্য় ভারতের বাইরে চলা পরীক্ষার ফলের উপর তা নির্ভর করছে ৷

শুক্রবার ফাইজ়ার ইন্ডিয়ার তরফে ছাড়পত্রের আবেদন করা হয়েছে ৷ যে আবেদনে ভারতে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের রপ্তানি এবং তার বণ্টন ও বিক্রির অনুমতি চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে 2019 নিউ ড্রাগস অ্য়ান্ড ক্লিনিকাল ট্রায়ালস আইন অনুযায়ী, ভারতীয়দের উপর ভ্য়াকসিনের পরীক্ষার অনুমোদন চেয়েছে ফাইজ়ার ৷ মার্কিন এই সংস্থাকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তিন মাসের মধ্য়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ডিসিজিআই সূত্রে খবর, কোনও ভ্য়াকসিনকে স্থানীয়ভাবে ক্লিনিকাল ট্রায়াল করানোর বিশেষ ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার রয়েছে ৷ তবে, এতদিন সেই ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ব্য়বহার করেনি ৷

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন নিতে ব্রিটেনে যেতে চেয়ে ফোন বিভিন্ন ভ্রমণ সংস্থায়

ইংল্য়ান্ডে ছাড়পত্র পাওয়ার পরেই ফাইজ়ার সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারত সরকারের কাছেও এই ভ্য়াকসিনকে অনুমোদনের জন্য় আবেদন করা হবে ৷ ফাইজ়ার এবং বায়োএনটেকের এই ভ্য়াকসিন কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রায় 95 শতাংশ কার্যকরী বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি সংকটজনক পরিস্থিতিতে রোগীর শরীরে এই ভ্য়াকসিন প্রায় 100 শতাংশ কাজ করে বলে দাবি করা হয়েছে ফাইজ়ারের তরফে ৷ তবে, ফাইজ়ারের তৈরি এই ভ্য়াকসিন ভারতের বাজারে বণ্টন ও বিক্রি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভ্য়াকসিন বিশেষজ্ঞরা ৷ তাঁরা জানাচ্ছেন, এই আরএনএ ভ্য়াকসিন আল্ট্রাকোল্ড স্টোরেজ়ে সংরক্ষণ করতে হয় ৷ যার তাপমাত্রা হতে হবে মাইনাস 70 ডিগ্রি সেলসিয়াস ৷ আর ভারতে যে কোনও ভ্য়াকসিন সংরক্ষণ করা হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৷ ফলে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিন ভারতের বাজারে আনার পরিকাঠামোগত সমস্য়া রয়েছে ৷ পাশাপাশি এর দাম কত হবে তার উপর নির্ভর করছে, ভারতে এর বাজার কেমন হবে ৷

আরও পড়ুন : ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.