ETV Bharat / bharat

চার শহরে বাড়ল পেট্রলের দাম, ডিজ়েলে কোনও পরিবর্তন নেই - ডিজ়েল

দিল্লি, কলকাতা ও মুম্বইতে 14 পয়সা করে বেড়েছে পেট্রলের দাম । চেন্নাইতে 12 পয়সা ।

file photo
ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2020, 8:51 PM IST

দিল্লি, 23 অগাস্ট : আবারও চার শহরে বাড়ল পেট্রলের দাম । কলকাতা, দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি তেলের দাম বেড়েছে চেন্নাইতেও ।

কলকাতায় যেখানে গতকাল পর্যন্ত 82 টাকা 87 পয়সায় মিলেছে পেট্রল, সেখানে আজ 14 পয়সা বেড়ে তেলের দাম হয়েছে 83 টাকা 01 পয়সা ।

দিল্লি ও মুম্বইতেও 14 পয়সা করে বেড়েছে দাম । দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 81 টাকা 49 পয়সা প্রতি লিটারে । মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 88 টাকা 16 পয়সা প্রতি লিটারে । এদিকে চেন্নাইয়ে 14 পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে 84 টাকা 52 পয়সায় ।

পেট্রলের দাম বাড়লেও বাড়েনি ডিজ়েলের দাম । দিল্লিতে আজ ডিজ়েল প্রতি লিটারে 73 টাকা 56 পয়সায় বিকোচ্ছে । কলকাতায় 80 টাকা 11 পয়সা ।

দিল্লি, 23 অগাস্ট : আবারও চার শহরে বাড়ল পেট্রলের দাম । কলকাতা, দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি তেলের দাম বেড়েছে চেন্নাইতেও ।

কলকাতায় যেখানে গতকাল পর্যন্ত 82 টাকা 87 পয়সায় মিলেছে পেট্রল, সেখানে আজ 14 পয়সা বেড়ে তেলের দাম হয়েছে 83 টাকা 01 পয়সা ।

দিল্লি ও মুম্বইতেও 14 পয়সা করে বেড়েছে দাম । দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 81 টাকা 49 পয়সা প্রতি লিটারে । মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 88 টাকা 16 পয়সা প্রতি লিটারে । এদিকে চেন্নাইয়ে 14 পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে 84 টাকা 52 পয়সায় ।

পেট্রলের দাম বাড়লেও বাড়েনি ডিজ়েলের দাম । দিল্লিতে আজ ডিজ়েল প্রতি লিটারে 73 টাকা 56 পয়সায় বিকোচ্ছে । কলকাতায় 80 টাকা 11 পয়সা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.