দিল্লি, 12 জুন : আজ ফের 57 পয়সা বাড়ল পেট্রলের দাম । ডিজ়েলের দাম বাড়ল 59 পয়সা করে । এই নিয়ে পর পর ছ'নম্বর দিন তেলের দাম বাড়াল তেল কম্পানিগুলি । রাজধানীতে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল 74.57 টাকা । ডিজ়েলের দাম 72.81 টাকা ।
লকডাউন আংশিক শিথিল হতেই বাড়ছে পেট্রল- ডিজ়েলের দাম । গতকালই দাম বেড়েছে 60 পয়সা করে । আজ ফের দাম বাড়ল । জুনের 6 তারিখে দিল্লিতে পেট্রলের দাম ছিল 71.26 টাকা । জুনের 7 তারিখে বেড়ে দাঁড়ায় 71.86 টাকায় । জুনের 8 তারিখ 72.46 টাকা । জুনের 9-এ 73 টাকা । জুনের 10 তারিখ 73.40 টাকা । গতকাল 60 পয়সা বেড়ে দাঁড়ায় 74 টাকা ও আজ 74.57 টাকা ।
বিশেষজ্ঞরা বলছেন, আগামীদিনে পেট্রল- ডিজ়েলের দাম আরও বাড়ত পারে । এদিকে, গতকাল আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে 2 শতাংশেরও বেশি । কোরোনার জেরে চাহিদা কমায় তেলের দাম পড়ছে বলে মনে করা হচ্ছে ।