ETV Bharat / bharat

টানা 9 দিন, ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম - fuel price hiked in India

ক্রমেই বাড়ছে তেলের দাম । আজ 48 পয়সা বাড়ল পেট্রলের দাম । ডিজ়েলের বাড়ল লিটার প্রতি 59 পয়সা ।

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jun 15, 2020, 7:36 AM IST

Updated : Jun 15, 2020, 7:49 AM IST

দিল্লি, 15 জুন : ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 48 পয়সা ও ডিজ়েলের 59 পয়সা ৷ এই নিয়ে পর পর ন'দিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তেল কম্পানিগুলি । দেশে লকডাউন শিথিল হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । আগামীদিনে দাম আরও বাড়তে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

1 জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন । ধীরে ধীরে খুলতে শুরু করেছে সরকারি- বেসরকারি অফিস । ফের পথে নেমেছে বাস, অটো, ট্যাক্সি বা অ্যাপ ক্যাব । তারপর থেকেই উর্ধ্বমূখী জ্বালানির দাম । 6 জুন থেকে প্রতিদিনই পেট্রল- ডিজ়েলের দাম বেড়েছে । গতকালই পেট্রলের দাম বেড়েছিল প্রতি লিটারে 62 পয়সা ৷ ডিজ়েলের দাম বেড়েছিল প্রতি লিটারে 64 পয়সা ৷ তার 24 ঘণ্টা পেরতে না পেরতেই ফের 48 পয়সা ও 59 পয়সা বাড়ল পেট্রল- ডিজ়েলের দাম ।

আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 76.26 টাকা প্রতি লিটার, ডিজ়েল 74.62 টাকা প্রতি লিটার । মুম্বইয়ে পেট্রলের দাম 83.17 টাকা প্রতি লিটার, ডিজ়েলের দাম 73.21 টাকা প্রতি লিটার । কলকাতায় পেট্রলের দাম আজ 78.10 টাকা ও ডিজ়েল 70.33 টাকা । চেন্নাইয়ে পেট্রল 79.96 টাকা ও ডিজ়েল 72.69 টাকা প্রতি লিটার । দাম বেড়েছে নয়ডা, বেঙ্গালুরু, গুরুগ্রামেও ।

তেলের দাম বাড়লেও অপরিশোধিত তেলের দাম পড়েছে । শুক্রবার দাম পড়েছে 0.26 শতাংশ । আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় অপরিশোধিত তেলের দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

দিল্লি, 15 জুন : ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 48 পয়সা ও ডিজ়েলের 59 পয়সা ৷ এই নিয়ে পর পর ন'দিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তেল কম্পানিগুলি । দেশে লকডাউন শিথিল হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । আগামীদিনে দাম আরও বাড়তে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

1 জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন । ধীরে ধীরে খুলতে শুরু করেছে সরকারি- বেসরকারি অফিস । ফের পথে নেমেছে বাস, অটো, ট্যাক্সি বা অ্যাপ ক্যাব । তারপর থেকেই উর্ধ্বমূখী জ্বালানির দাম । 6 জুন থেকে প্রতিদিনই পেট্রল- ডিজ়েলের দাম বেড়েছে । গতকালই পেট্রলের দাম বেড়েছিল প্রতি লিটারে 62 পয়সা ৷ ডিজ়েলের দাম বেড়েছিল প্রতি লিটারে 64 পয়সা ৷ তার 24 ঘণ্টা পেরতে না পেরতেই ফের 48 পয়সা ও 59 পয়সা বাড়ল পেট্রল- ডিজ়েলের দাম ।

আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 76.26 টাকা প্রতি লিটার, ডিজ়েল 74.62 টাকা প্রতি লিটার । মুম্বইয়ে পেট্রলের দাম 83.17 টাকা প্রতি লিটার, ডিজ়েলের দাম 73.21 টাকা প্রতি লিটার । কলকাতায় পেট্রলের দাম আজ 78.10 টাকা ও ডিজ়েল 70.33 টাকা । চেন্নাইয়ে পেট্রল 79.96 টাকা ও ডিজ়েল 72.69 টাকা প্রতি লিটার । দাম বেড়েছে নয়ডা, বেঙ্গালুরু, গুরুগ্রামেও ।

তেলের দাম বাড়লেও অপরিশোধিত তেলের দাম পড়েছে । শুক্রবার দাম পড়েছে 0.26 শতাংশ । আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় অপরিশোধিত তেলের দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Last Updated : Jun 15, 2020, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.