ETV Bharat / bharat

কৌশিক, অপর্ণাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা রুজুর আবেদন বিহারে

দেশজুড়ে গণপিটুনির ঘটনার পরিসংখ্যান সহ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেনরা । এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুর আদালতে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগে মামলার আবেদন করলেন এক আইনজীবী ।

author img

By

Published : Jul 28, 2019, 8:48 AM IST

Updated : Jul 28, 2019, 8:54 AM IST

অপর্ণা, কৌশিকদের

পটনা, 28 জুলাই : কয়েকদিন আগেই দেশজুড়ে গণপিটুনির ঘটনার পরিসংখ্যান সহ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অঞ্জন দত্ত, অনুপম রায়, মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন বিশিষ্ট । এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুর আদালতে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগে মামলার আবেদন করলেন এক আইনজীবী । সেই মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার পাশাপাশি জাতীয় সংহতি নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও করা হয়েছে ।

অপর্ণা সেনদের চিঠির পরই পালটা খোলা চিঠি লেখেন 62 জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীরা । আর অপর্ণা সেনদের বিরুদ্ধে গতকাল দায়ের করা মামলাটিতে সাক্ষী হিসেবে কঙ্গনা রানাওয়াতদের নাম উল্লেখ করা হয়েছে ।

মামলাকারী আইনজীবীর অভিযোগ, 49 জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে । একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকে ছোটো করা হয়েছে বলেও মনে করেন তিনি । 3 অগাস্ট ওই মামলার শুনানি হবে ।

প্রসঙ্গত, ওই ৪৯ জন একাধিক সামাজিক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে আর্জিও জানিয়েছেন তাঁরা ৷ চিঠিতে তাঁরা লেখেন, "জয়শ্রীরাম" ধ্বনি এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।"

পটনা, 28 জুলাই : কয়েকদিন আগেই দেশজুড়ে গণপিটুনির ঘটনার পরিসংখ্যান সহ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অঞ্জন দত্ত, অনুপম রায়, মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন বিশিষ্ট । এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুর আদালতে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগে মামলার আবেদন করলেন এক আইনজীবী । সেই মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার পাশাপাশি জাতীয় সংহতি নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও করা হয়েছে ।

অপর্ণা সেনদের চিঠির পরই পালটা খোলা চিঠি লেখেন 62 জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীরা । আর অপর্ণা সেনদের বিরুদ্ধে গতকাল দায়ের করা মামলাটিতে সাক্ষী হিসেবে কঙ্গনা রানাওয়াতদের নাম উল্লেখ করা হয়েছে ।

মামলাকারী আইনজীবীর অভিযোগ, 49 জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে । একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকে ছোটো করা হয়েছে বলেও মনে করেন তিনি । 3 অগাস্ট ওই মামলার শুনানি হবে ।

প্রসঙ্গত, ওই ৪৯ জন একাধিক সামাজিক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে আর্জিও জানিয়েছেন তাঁরা ৷ চিঠিতে তাঁরা লেখেন, "জয়শ্রীরাম" ধ্বনি এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।"

New Delhi, July 28 (ANI): While addressing a gathering at curtain raiser event of India Mobile Congress in New Delhi, Union Information Technology minister Ravi Shankar Prasad said, "I am keen that India must become big center of data, data analysis, data refinery, data innovation, safety and security. Our data protection law is work in-progress, we will make a robust data protection law."
Last Updated : Jul 28, 2019, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.