ETV Bharat / bharat

রজনীকান্তের রাম-সীতা মন্তব্যের জের ? চেঙ্গালপাত্তুতে ভাঙা হল পেরিয়ারের মূর্তি - Rajnikanth's Ram Seeta comment

রজনীকান্তের রাম-সীতা মন্তব্যের পরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল তামিলনাড়ুর বেশ কিছু এলাকা ৷ এবার চেঙ্গালপাত্তুতে ভাঙা পড়ল পেরিয়ারের মূর্তি ৷ তবে এই ঘটনায় কাদের হাত রয়েছে তা নিয়ে এখনও পুলিশের হাতে কোনও তথ্য আসেনি ৷

Periyar statue vandalised
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 24, 2020, 1:23 PM IST

চেন্নাই, 24 জানুয়ারি : চেঙ্গালপাত্তুতে ভাঙা হল পেরিয়ারের মূর্তি ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার সূত্রপাত হয় পেরিয়ারকে নিয়ে দক্ষিণী তারকা রজনীকান্তের মন্তব্যকে নিয়ে ৷ 14 জানুয়ারি রজনীকান্ত এক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে বলেন, "1971 সালে দ্রাবিড় আন্দোলনের নেতা পেরিয়ার, রাম-সীতার নগ্ন ছবি নিয়ে মিছিল করেছিলেন ৷" মনে করা হচ্ছে, রজনীকান্তের ওই মন্তব্যের জেরেই মূর্তি ভাঙচুর হয়েছে ৷

Periyar
চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের ভাঙা মূর্তি (1/2)

এই মন্তব্যের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে থাকে তামিলনাড়ুর একাধিক এলাকা ৷ ইরোদে ভেঙ্কটাপ্পা রামস্বামী ৷ ওরফে পেরিয়ার ৷ দ্রাবিড় আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি ৷ তাঁকে নিয়ে এই মন্তব্য ভালো ভাবে নেয়নি দ্রাবিড় সম্প্রদায় ৷ দ্রাবিদার বিদুথুলাই কাঝাগম নামের এক সংগঠন রজনীকান্তের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ।

Rajnikanth
চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের ভাঙা মূর্তি (2/2)

কিন্তু দক্ষিণী তারকা নিজের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, " আমি ক্ষমা চাইব না ৷ সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি এই মন্তব্য করেছি ৷" এরপর রজনীকান্তের বাড়ির সামনে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷

তবে আজ চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের মূর্তি ভাঙার ঘটনায় কাদের হাত রয়েছে, তা নিয়ে কোনও তথ্য হাতে আসেনি পুলিশের ৷

চেন্নাই, 24 জানুয়ারি : চেঙ্গালপাত্তুতে ভাঙা হল পেরিয়ারের মূর্তি ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার সূত্রপাত হয় পেরিয়ারকে নিয়ে দক্ষিণী তারকা রজনীকান্তের মন্তব্যকে নিয়ে ৷ 14 জানুয়ারি রজনীকান্ত এক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে বলেন, "1971 সালে দ্রাবিড় আন্দোলনের নেতা পেরিয়ার, রাম-সীতার নগ্ন ছবি নিয়ে মিছিল করেছিলেন ৷" মনে করা হচ্ছে, রজনীকান্তের ওই মন্তব্যের জেরেই মূর্তি ভাঙচুর হয়েছে ৷

Periyar
চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের ভাঙা মূর্তি (1/2)

এই মন্তব্যের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে থাকে তামিলনাড়ুর একাধিক এলাকা ৷ ইরোদে ভেঙ্কটাপ্পা রামস্বামী ৷ ওরফে পেরিয়ার ৷ দ্রাবিড় আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি ৷ তাঁকে নিয়ে এই মন্তব্য ভালো ভাবে নেয়নি দ্রাবিড় সম্প্রদায় ৷ দ্রাবিদার বিদুথুলাই কাঝাগম নামের এক সংগঠন রজনীকান্তের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ।

Rajnikanth
চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের ভাঙা মূর্তি (2/2)

কিন্তু দক্ষিণী তারকা নিজের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, " আমি ক্ষমা চাইব না ৷ সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি এই মন্তব্য করেছি ৷" এরপর রজনীকান্তের বাড়ির সামনে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷

তবে আজ চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের মূর্তি ভাঙার ঘটনায় কাদের হাত রয়েছে, তা নিয়ে কোনও তথ্য হাতে আসেনি পুলিশের ৷

New Delhi, Jan 24, (ANI): Severe cold wave conditions in the national capital have made life out of order on Jan 24. According to AQI, major pollutant PM 2.5 and PM 10 was at 76 and 98 respectively both in 'satisfactory' category, in Lodhi Road. There is some relief in the air quality but due to intense cold wave, commuters are facing problems in morning hours.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.