চেন্নাই, 24 জানুয়ারি : চেঙ্গালপাত্তুতে ভাঙা হল পেরিয়ারের মূর্তি ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার সূত্রপাত হয় পেরিয়ারকে নিয়ে দক্ষিণী তারকা রজনীকান্তের মন্তব্যকে নিয়ে ৷ 14 জানুয়ারি রজনীকান্ত এক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে বলেন, "1971 সালে দ্রাবিড় আন্দোলনের নেতা পেরিয়ার, রাম-সীতার নগ্ন ছবি নিয়ে মিছিল করেছিলেন ৷" মনে করা হচ্ছে, রজনীকান্তের ওই মন্তব্যের জেরেই মূর্তি ভাঙচুর হয়েছে ৷
এই মন্তব্যের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে থাকে তামিলনাড়ুর একাধিক এলাকা ৷ ইরোদে ভেঙ্কটাপ্পা রামস্বামী ৷ ওরফে পেরিয়ার ৷ দ্রাবিড় আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি ৷ তাঁকে নিয়ে এই মন্তব্য ভালো ভাবে নেয়নি দ্রাবিড় সম্প্রদায় ৷ দ্রাবিদার বিদুথুলাই কাঝাগম নামের এক সংগঠন রজনীকান্তের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ।
কিন্তু দক্ষিণী তারকা নিজের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, " আমি ক্ষমা চাইব না ৷ সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি এই মন্তব্য করেছি ৷" এরপর রজনীকান্তের বাড়ির সামনে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷
তবে আজ চেঙ্গালপাত্তুতে পেরিয়ারের মূর্তি ভাঙার ঘটনায় কাদের হাত রয়েছে, তা নিয়ে কোনও তথ্য হাতে আসেনি পুলিশের ৷