ETV Bharat / bharat

নিজ়ামুদ্দিনে অংশগ্রহণকারীদের গুলি করা উচিত : রাজ ঠাকরে

author img

By

Published : Apr 4, 2020, 4:16 PM IST

নিজ়ামুদ্দিনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে, তাদের জনসমক্ষে মারা উচিত । এমনই বললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে ।

ছবি
ছবি

দিল্লি, 4 এপ্রিল : নিজ়ামুদ্দিনে যে ধর্মীয় সমাবেশ আয়োজিত হয়েছিল, সেখান থেকে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা দেশে । দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজ়ামুদ্দিনের সমাবেশে অংশগ্রহণকারীদের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে । গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এভাবে প্রশ্নের মুখে ফেলা দেওয়ার সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে ইতিমধ্যেই । এবার নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের গুলি করে মারা উচিত বলে জানালেন রাজ ঠাকরে ।

নিজ়ামু্দ্দিনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে, তাদের জনসমক্ষে মারা উচিত বলেও মন্তব্য করেন তিনি । বলেন, "এদেরকে যে রেয়াত করা হবে না , এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া প্রয়োজন ।

দিল্লির তবলিগি জামাতের ওই সমাবেশের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দেশের সংক্রমিতের সংখ্যা । এই প্রসঙ্গ তুলে আজ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেন, প্রধানমন্ত্রীর দ্রুত এই বিষয়ে নীরবতা ভাঙা প্রয়োজন । এ-দিকে দেশে এখনও পর্যন্ত সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মারা গেছে 19 জন । সংক্রমিতের সংখ্যা পাঁচ'শো ছাড়িয়েছে । সংক্রমণ ছড়িয়েছে ধারাভিতেও । এখনও পর্যন্ত সেখানে তিনজনের শরীরে ভাইরাসের হদিস পাওয়া গেছে । ধারাভিতে সংক্রমণ ছড়াতে শুরু করার পর থেকেই আরও চাপ বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রের প্রশাসনের উপর । পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ।

দিল্লি, 4 এপ্রিল : নিজ়ামুদ্দিনে যে ধর্মীয় সমাবেশ আয়োজিত হয়েছিল, সেখান থেকে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা দেশে । দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজ়ামুদ্দিনের সমাবেশে অংশগ্রহণকারীদের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে । গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এভাবে প্রশ্নের মুখে ফেলা দেওয়ার সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে ইতিমধ্যেই । এবার নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের গুলি করে মারা উচিত বলে জানালেন রাজ ঠাকরে ।

নিজ়ামু্দ্দিনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে, তাদের জনসমক্ষে মারা উচিত বলেও মন্তব্য করেন তিনি । বলেন, "এদেরকে যে রেয়াত করা হবে না , এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া প্রয়োজন ।

দিল্লির তবলিগি জামাতের ওই সমাবেশের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দেশের সংক্রমিতের সংখ্যা । এই প্রসঙ্গ তুলে আজ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেন, প্রধানমন্ত্রীর দ্রুত এই বিষয়ে নীরবতা ভাঙা প্রয়োজন । এ-দিকে দেশে এখনও পর্যন্ত সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মারা গেছে 19 জন । সংক্রমিতের সংখ্যা পাঁচ'শো ছাড়িয়েছে । সংক্রমণ ছড়িয়েছে ধারাভিতেও । এখনও পর্যন্ত সেখানে তিনজনের শরীরে ভাইরাসের হদিস পাওয়া গেছে । ধারাভিতে সংক্রমণ ছড়াতে শুরু করার পর থেকেই আরও চাপ বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রের প্রশাসনের উপর । পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.