ETV Bharat / bharat

কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার, প্লে স্টোরে ফিরল পেটিএম - paytm

অর্থ আদান-প্রদানকারী পেটিএম এবং পেটিএম ফার্স্ট গেমস অ্যাপটিকে প্লে স্টোর থেকে আজ সরিয়ে দেওয়া হয়েছে ৷ নিয়ম-নীতি লঙ্ঘণের কারণেই অ্যাপটিকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Paytm
Paytm
author img

By

Published : Sep 18, 2020, 5:32 PM IST

Updated : Sep 18, 2020, 8:08 PM IST

দিল্লি , 18 সেপ্টেম্বর : গুগল প্লে স্টোরে আবার ফিরল পেটিএম । প্লে স্টোরের নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য আজই অ্যাপটিকে সরানো হয়েছিল । গুগুল প্লে-এর তরফে জানানো হয়েছিল, অর্থ আদান-প্রদানকারী পেটিএম এবং পেটিএম ফার্স্ট গেমস অ্যাপটিকে প্লে স্টোর থেকে আজ সরিয়ে দেওয়া হয়েছে ৷ নিয়ম-নীতি লঙ্ঘণের কারণেই অ্যাপটিকে সরানো হয় বলে জানানো হয় ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , গুগল প্লে-র নিয়ম-নীতি লঙ্ঘন করা হয়েছে ৷ তারা অনলাইন জুয়া বা নিয়ন্ত্রণ নেই এরকম কোনও অ্যাপকে সমর্থন করে না , যা খেলায় বেটিংকে ত্বরান্বিত করে ৷

গুগল আগেই বলেছিল যে , খেলায় বেটিংয়ের সঙ্গে যুক্ত এরকম কোনও ধরনের অ্যাপের বিপক্ষে তারা এবং এইধরনের অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে । IPL-র মতো বড় স্পোর্টস টুর্নামেন্টের আগে এই জাতীয় অ্যাপ চালু করার ক্ষেত্রে প্রায়শই উৎসাহ দেখা যায় । উল্লেখ্য , আগামীকাল থেকে এই বছরের IPL শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাশাহীতে ৷

গুগল প্লে স্টোর থেকে পেটিএম সরানোর ব্যাপারে গুগল বলে , " আমরা অনলাইন ক্যাসিনোগুলিকে অনুমতি দিই না বা এমন কোনও অ-নিয়ন্ত্রিত জুয়ার অ্যাপকে সমর্থন করি না , যা খেলায় বেটিংকে ত্বরান্বিত করে । যদি কোনও অ্যাপ গ্রাহকদের কোনও বাহ্যিক ওয়েবসাইটের দিকে নিয়ে যায় যা তাদের অর্থপ্রদানকারী টুর্নামেন্টে আসল অর্থ বা নগদ পুরস্কার জেতায় , তাহলে তা আমাদের নীতিকে লঙ্ঘন করে ৷"

গুগলের তরফ থেকে আরও জানানো হয়েছে , এই নীতিগুলি ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে ৷ এই ভিত্তিতে কোনও অ্যাপ সরানো হয়েছে কি না তা গুগল নির্দিষ্ট করেনি ৷ সাধারণত যখন কোনও অ্যাপ এই নীতিগুলি লঙ্ঘন করে , তখন এটি লঙ্ঘনের বিষয়ে ডেভেলপরকে অবহিত করে এবং যতক্ষণ না সম্মতি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত গুগল প্লে থেকে অ্যাপটিকে সরিয়ে দেযওয়া হয় ৷

গুগল প্লে ভোক্তাদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত অভিজ্ঞতা সরবরাহ করার জন্য ডিজ়াইন করা হয়েছে ৷ জুয়ার নীতিগুলির ক্ষেত্রেও আমাদের একই লক্ষ্য রাখা হয়েছে বলে জানিয়েছে গুগল ৷ যদিও, পরে নিজেদের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় গুগল ।

দিল্লি , 18 সেপ্টেম্বর : গুগল প্লে স্টোরে আবার ফিরল পেটিএম । প্লে স্টোরের নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য আজই অ্যাপটিকে সরানো হয়েছিল । গুগুল প্লে-এর তরফে জানানো হয়েছিল, অর্থ আদান-প্রদানকারী পেটিএম এবং পেটিএম ফার্স্ট গেমস অ্যাপটিকে প্লে স্টোর থেকে আজ সরিয়ে দেওয়া হয়েছে ৷ নিয়ম-নীতি লঙ্ঘণের কারণেই অ্যাপটিকে সরানো হয় বলে জানানো হয় ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , গুগল প্লে-র নিয়ম-নীতি লঙ্ঘন করা হয়েছে ৷ তারা অনলাইন জুয়া বা নিয়ন্ত্রণ নেই এরকম কোনও অ্যাপকে সমর্থন করে না , যা খেলায় বেটিংকে ত্বরান্বিত করে ৷

গুগল আগেই বলেছিল যে , খেলায় বেটিংয়ের সঙ্গে যুক্ত এরকম কোনও ধরনের অ্যাপের বিপক্ষে তারা এবং এইধরনের অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে । IPL-র মতো বড় স্পোর্টস টুর্নামেন্টের আগে এই জাতীয় অ্যাপ চালু করার ক্ষেত্রে প্রায়শই উৎসাহ দেখা যায় । উল্লেখ্য , আগামীকাল থেকে এই বছরের IPL শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাশাহীতে ৷

গুগল প্লে স্টোর থেকে পেটিএম সরানোর ব্যাপারে গুগল বলে , " আমরা অনলাইন ক্যাসিনোগুলিকে অনুমতি দিই না বা এমন কোনও অ-নিয়ন্ত্রিত জুয়ার অ্যাপকে সমর্থন করি না , যা খেলায় বেটিংকে ত্বরান্বিত করে । যদি কোনও অ্যাপ গ্রাহকদের কোনও বাহ্যিক ওয়েবসাইটের দিকে নিয়ে যায় যা তাদের অর্থপ্রদানকারী টুর্নামেন্টে আসল অর্থ বা নগদ পুরস্কার জেতায় , তাহলে তা আমাদের নীতিকে লঙ্ঘন করে ৷"

গুগলের তরফ থেকে আরও জানানো হয়েছে , এই নীতিগুলি ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে ৷ এই ভিত্তিতে কোনও অ্যাপ সরানো হয়েছে কি না তা গুগল নির্দিষ্ট করেনি ৷ সাধারণত যখন কোনও অ্যাপ এই নীতিগুলি লঙ্ঘন করে , তখন এটি লঙ্ঘনের বিষয়ে ডেভেলপরকে অবহিত করে এবং যতক্ষণ না সম্মতি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত গুগল প্লে থেকে অ্যাপটিকে সরিয়ে দেযওয়া হয় ৷

গুগল প্লে ভোক্তাদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত অভিজ্ঞতা সরবরাহ করার জন্য ডিজ়াইন করা হয়েছে ৷ জুয়ার নীতিগুলির ক্ষেত্রেও আমাদের একই লক্ষ্য রাখা হয়েছে বলে জানিয়েছে গুগল ৷ যদিও, পরে নিজেদের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় গুগল ।

Last Updated : Sep 18, 2020, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.