ETV Bharat / bharat

ক্লাসরুমে বোরখায় জরিমানা, বিজ্ঞপ্তি পটনার কলেজে; পরে প্রত্যাহারের সিদ্ধান্ত - no burqa allowed in patna college

ক্লাসরুমের ভেতরে বোরখা পরে যেতে পারবেন না পড়ুয়ারা ৷ এমনি নিয়মবিধি জারি করা হয়েছিল পাটনার জে ডি ওমেন কলেজ কর্তৃপক্ষের তরফে ৷ বোরখা পরে এলে 250 টাকা জরিমানা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৷ পরে অবশ্য সেই বিজ্ঞপ্তি বাতিল করার ঘোষণা করা হয়৷

patna college controversy
বোরখা বিতর্ক পাটনার কলেজে
author img

By

Published : Jan 25, 2020, 1:59 PM IST

পটনা, 25 জানুয়ারি: কলেজের ক্লাসরুমে বোরখা পরে আসা যাবে না ৷ কলেজের নির্ধারিত পোশাকে ক্লাসরুমে যেতে হবে পড়ুয়াদের ৷ পটনার জেডি উওমেন কলেজে এমনই বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ ৷ যদিও পরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান প্রিন্সিপাল শ্যামা রাই ৷

সোম থেকে শুক্রবার পর্যন্ত এই নিয়মাবলি জারি থাকবে বলে জানানো হয়েছিল নোটিসে ৷ এমনকী, এরপরেও যদি কেউ বোরখা পড়ে ক্লাসে আসে তাহলে 250 টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছিল নোটিসে ৷

এই নোটিস জারির পর থেকেই বেশ কিছু পড়ুয়ারা প্রতিবাদ জানান৷ এরপরেই কলেজের প্রিন্সিপাল ডঃ শ্যামা রাই জানান, বহু আগেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সামনের সপ্তাহ থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে বলেও জানান তিনি ৷ যদিও পরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান কলেজের প্রিন্সিপাল নিজেই ৷

এই নোটিস জারি হওয়ার পরই আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ এমন বিজ্ঞপ্তি কি কোনও কলেজ জারি করতে পারে, তা নিয়েও প্রশ্ন ওঠে ৷ এবিষয়ে এদিন, পটনা হাইকোর্টের আইনজীবী প্রভাকর টেকরিওয়াল জানান, পটনা হাইকোর্টেও একই নিয়ম জারি করা হয়েছে ৷ বোরখা পরে কেউ আদালত কক্ষের ভেতরে ঢুকতে পারবেন না ৷ আদালতের দেওয়া নির্দিষ্ট পোশাক পরেই আদালত কক্ষের ভিতরে যেতে হয় বলেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান, ঠিক এই কারণের জন্য জেডি উওমেন কলেজে জারি হওয়া বিজ্ঞপ্তি অবৈধ হিসেবে গণ্য করা যাবে না ৷

পটনা, 25 জানুয়ারি: কলেজের ক্লাসরুমে বোরখা পরে আসা যাবে না ৷ কলেজের নির্ধারিত পোশাকে ক্লাসরুমে যেতে হবে পড়ুয়াদের ৷ পটনার জেডি উওমেন কলেজে এমনই বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ ৷ যদিও পরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান প্রিন্সিপাল শ্যামা রাই ৷

সোম থেকে শুক্রবার পর্যন্ত এই নিয়মাবলি জারি থাকবে বলে জানানো হয়েছিল নোটিসে ৷ এমনকী, এরপরেও যদি কেউ বোরখা পড়ে ক্লাসে আসে তাহলে 250 টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছিল নোটিসে ৷

এই নোটিস জারির পর থেকেই বেশ কিছু পড়ুয়ারা প্রতিবাদ জানান৷ এরপরেই কলেজের প্রিন্সিপাল ডঃ শ্যামা রাই জানান, বহু আগেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সামনের সপ্তাহ থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে বলেও জানান তিনি ৷ যদিও পরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান কলেজের প্রিন্সিপাল নিজেই ৷

এই নোটিস জারি হওয়ার পরই আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ এমন বিজ্ঞপ্তি কি কোনও কলেজ জারি করতে পারে, তা নিয়েও প্রশ্ন ওঠে ৷ এবিষয়ে এদিন, পটনা হাইকোর্টের আইনজীবী প্রভাকর টেকরিওয়াল জানান, পটনা হাইকোর্টেও একই নিয়ম জারি করা হয়েছে ৷ বোরখা পরে কেউ আদালত কক্ষের ভেতরে ঢুকতে পারবেন না ৷ আদালতের দেওয়া নির্দিষ্ট পোশাক পরেই আদালত কক্ষের ভিতরে যেতে হয় বলেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান, ঠিক এই কারণের জন্য জেডি উওমেন কলেজে জারি হওয়া বিজ্ঞপ্তি অবৈধ হিসেবে গণ্য করা যাবে না ৷

Jaipur (Rajasthan), Jan 25 (ANI): Congress leader, Shashi Tharoor at Jaipur Literature Festival asserted that first advocate of two-nation theory was VD Savarkar. "The first advocate of the two-nation theory was actually VD Savarkar, as head of Hindu Mahasabha, who called upon India to recognise Hindus and Muslims as two separate nations, 3 years before Muslim League passed the Pakistan resolution in Lahore," said Shashi Tharoor.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.