ETV Bharat / bharat

কোরোনা রোগীর মৃতদেহ উদ্ধার রেল স্টেশন থেকে - Mumbai corona

মুম্বইয়ের বোরিভালি রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার কোরোনা আক্রান্ত নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে, সোমবার সকালে হাসপাতাল থেকে পালিয়ে যান 80 বছর বয়সী ওই কোরোনা রোগী।

COVID patient who went missing from hospital found dead
COVID patient who went missing from hospital found dead
author img

By

Published : Jun 9, 2020, 10:09 PM IST

মুম্বই, 9জুন: নিখোঁজ কোরোনা রোগীর মৃতদেহ উদ্ধার রেল স্টেশন থেকে। মুম্বইয়ের কান্দীভালীর শতাব্দী হাসপাতালে চিকিৎসা চলছিল 80 বছর বয়সী ওই বৃদ্ধের। সূত্রের খবর, সোমবার সকালে হাসপাতাল থেকে পালিয়ে যান 80 বছর বয়সী ওই বৃদ্ধ। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয় বোরিভালি রেলওয়ে স্টেশন থেকে।

বৃদ্ধের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবায় অবহেলা করছিল। এমনকি নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তোলেন তাঁরা।ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। ওই রোগী যখন হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন নিরাপত্তারক্ষীরা তাঁকে বাঁধা কেন দিল না।

সূত্রের খবর, মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর ওই হাসপাতাল পরিদর্শনে যাবেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জনা গিয়েছে।

মুম্বই, 9জুন: নিখোঁজ কোরোনা রোগীর মৃতদেহ উদ্ধার রেল স্টেশন থেকে। মুম্বইয়ের কান্দীভালীর শতাব্দী হাসপাতালে চিকিৎসা চলছিল 80 বছর বয়সী ওই বৃদ্ধের। সূত্রের খবর, সোমবার সকালে হাসপাতাল থেকে পালিয়ে যান 80 বছর বয়সী ওই বৃদ্ধ। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয় বোরিভালি রেলওয়ে স্টেশন থেকে।

বৃদ্ধের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবায় অবহেলা করছিল। এমনকি নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তোলেন তাঁরা।ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। ওই রোগী যখন হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন নিরাপত্তারক্ষীরা তাঁকে বাঁধা কেন দিল না।

সূত্রের খবর, মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর ওই হাসপাতাল পরিদর্শনে যাবেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জনা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.