ETV Bharat / bharat

কোরোনিল নিয়ে পতঞ্জলির মত বদল, রোগ প্রতিরোধক ওষুধ বলে দাবি - লাইসেন্স

আয়ুর্বেদিক সংস্থা পতঞ্জলির তরফ থেকে আজ জানানো হল, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোরোনিল ও স্বসারী নামে ওষুধ দুটি তৈরি করা হয়েছে। সংস্থার তরফে এই ওষুধের মাধ্যমে কোরোনা চিকিৎসা সম্ভব, এমন কোনও দাবি করা হয়নি।

Patanjali
Patanjali
author img

By

Published : Jun 30, 2020, 10:18 PM IST

হরিদ্বার, 30 জুন: কোরোনা চিকিৎসায় আয়ুর্বেদিকওষুধ কোরোনিল এবং স্বসারী নিয়ে 180 ডিগ্রি ঘুরে অবস্থান নিল পতঞ্জলি। কোরোনা চিকিৎসারআয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য কিভাবে অনুমতি পেল পতঞ্জলি, এই বিষয়ে নোটিস জারি হওয়ার পরই আজওই সংস্থার তরফে জানানো হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ হিসেবে বাজারেআনা হয়েছিল ওই ওষুধ দুটি। কোরোনা চিকিৎসা নিয়ে সংস্থার তরফে কোন দাবি করা হয়নি।

পতঞ্জলিরCEO আচার্যবালকৃষ্ণ আজ বলেন, "কোরোনাচিকিৎসা সম্পর্কিত কোনও দাবি আমাদের সংস্থার তরফে করা হয়নি। আমাদের সংস্থা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধের জন্য লাইসেন্স নিয়েছিল। 'দিব্য স্বসারী বটি ', 'দিব্য কোরোনিল ট্যাবলেট' এবং ' দিব্য অনু তেল' রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যতৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, " নাম খারাপ করার জন্য এই প্রচেষ্টাচালানো হচ্ছে। আমরা ফের একবার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য প্রস্তুত। NIMS বিশ্ববিদ্যালয় তরফে ক্লিনিক্যালট্রায়ালের কোনও নিয়ম ভঙ্গ করা হয়নি এবং আমাদের তরফ থেকেও কোনও মিথ্যা দাবি করাহয়নি। "

পতঞ্জলিতরফ থেকে কোরোনা কিট তৈরি করার কথাও অস্বীকার করা হয়। এই বিষয়ে উত্তরাখণ্ডেরআয়ুর্বেদ দপ্তরের লাইসেন্স অফিসার ওয়াই এস রাওয়াত বলেন, কোরোনিল ওষুধের প্যাকেজিংয়ে কোরোনাভাইরাসের প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন," আমাদেরনোটিসের পরিপ্রেক্ষিতে পতঞ্জলি তরফ থেকে জানানো হয়েছে, কোনও কোরোনা কিট তৈরি করা হয়নি।"

হরিদ্বার, 30 জুন: কোরোনা চিকিৎসায় আয়ুর্বেদিকওষুধ কোরোনিল এবং স্বসারী নিয়ে 180 ডিগ্রি ঘুরে অবস্থান নিল পতঞ্জলি। কোরোনা চিকিৎসারআয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য কিভাবে অনুমতি পেল পতঞ্জলি, এই বিষয়ে নোটিস জারি হওয়ার পরই আজওই সংস্থার তরফে জানানো হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ হিসেবে বাজারেআনা হয়েছিল ওই ওষুধ দুটি। কোরোনা চিকিৎসা নিয়ে সংস্থার তরফে কোন দাবি করা হয়নি।

পতঞ্জলিরCEO আচার্যবালকৃষ্ণ আজ বলেন, "কোরোনাচিকিৎসা সম্পর্কিত কোনও দাবি আমাদের সংস্থার তরফে করা হয়নি। আমাদের সংস্থা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধের জন্য লাইসেন্স নিয়েছিল। 'দিব্য স্বসারী বটি ', 'দিব্য কোরোনিল ট্যাবলেট' এবং ' দিব্য অনু তেল' রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যতৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, " নাম খারাপ করার জন্য এই প্রচেষ্টাচালানো হচ্ছে। আমরা ফের একবার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য প্রস্তুত। NIMS বিশ্ববিদ্যালয় তরফে ক্লিনিক্যালট্রায়ালের কোনও নিয়ম ভঙ্গ করা হয়নি এবং আমাদের তরফ থেকেও কোনও মিথ্যা দাবি করাহয়নি। "

পতঞ্জলিতরফ থেকে কোরোনা কিট তৈরি করার কথাও অস্বীকার করা হয়। এই বিষয়ে উত্তরাখণ্ডেরআয়ুর্বেদ দপ্তরের লাইসেন্স অফিসার ওয়াই এস রাওয়াত বলেন, কোরোনিল ওষুধের প্যাকেজিংয়ে কোরোনাভাইরাসের প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন," আমাদেরনোটিসের পরিপ্রেক্ষিতে পতঞ্জলি তরফ থেকে জানানো হয়েছে, কোনও কোরোনা কিট তৈরি করা হয়নি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.