ETV Bharat / bharat

গালাগালি করার অপরাধে হাজতবাস হয়েছিল এক টিয়ার

বাড়ির পাশ দিয়ে গেলেই অশ্রাব্য গালাগালি করত টিয়াপাখিটি । আর এই অভিযোগেই হাজতে থাকতে হয়েছিল মহারাষ্ট্রের এই টিয়াপাখিটিকে ।

author img

By

Published : Jul 26, 2020, 7:01 AM IST

Parrot arrested in India for swearing
প্রতীকি ছবি

আশপাশ দিয়ে গেলেই গালাগালি করত এক মহিলাকে । আর এই অভিযোগই গ্রেপ্তার করা হয়েছিল টিয়াপাখিকে । অবাক হচ্ছেন? না এ কোনও গল্পকথা নয় । এমনই হয়েছিল মহারাষ্ট্রে ।

হরিয়াল নামের একটি টিয়ার নাকি এমনই বদঅভ্যেস ছিল । অভিযোগ বছর পচাশির জনাবাই সাখারকরের । জনাবাইয়ের সৎ ছেলে সুরেশ । তাঁর বাড়িতেই থাকত টিয়াটি । সুরেশের বাড়ির পাশ দিয়ে যখন জনাবাই যেতেন, তখনই নাকি গালাগালি করত হরিয়াল নামের ওই টিয়া । একদিন , দু'দিন নয় । টানা দু'বছর ধরে এমনটাই চলছিল । বাড়ির পাশ দিয়ে গেলেই কদর্য ভাষায় গালিগালাজ করত টিয়াটি । সত্যি, এভাবে তো আর চলা যায় না । অগত্যা টিয়াটির নামে থানাতে অভিযোগ জানিয়েছিলেন জনাবাই ।

প্রথমটায় অবশ্য পুলিশের কাছেও হাস্যকর লেগেছিল বিষয়টি । কিন্তু তাতে অবশ্য জনাবাইয়ের অভিযোগ হালকাভাবে নেননি পুলিশ আধিকারিকরা । বেশ গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্ত শুরুর পর জানা যায়, জনাবাই ও তাঁর সৎ ছেলে সুরেশের মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চলছে । পুলিশের অনুমান ছিল, সুরেশ হয়ত জনাবাইকে নিয়ে কটুক্তি করত । আর সেই থেকেই হরিয়াল ওই গালাগালি শিখেছিল ।

টিয়াটিকে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয় । তবে সেখানে কিন্তু একটিও খারাপ শব্দ উচ্চারণ করেনি টিয়াটি । কিন্তু এরপরেও সব দোষ যায় পাখিটির উপর । আর শেষ পর্যন্ত পাখিটিকে গ্রেপ্তার করে পুলিশ । পরে অবশ্য পুনর্বাসনের জন্য বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় হরিয়ালকে ।

আশপাশ দিয়ে গেলেই গালাগালি করত এক মহিলাকে । আর এই অভিযোগই গ্রেপ্তার করা হয়েছিল টিয়াপাখিকে । অবাক হচ্ছেন? না এ কোনও গল্পকথা নয় । এমনই হয়েছিল মহারাষ্ট্রে ।

হরিয়াল নামের একটি টিয়ার নাকি এমনই বদঅভ্যেস ছিল । অভিযোগ বছর পচাশির জনাবাই সাখারকরের । জনাবাইয়ের সৎ ছেলে সুরেশ । তাঁর বাড়িতেই থাকত টিয়াটি । সুরেশের বাড়ির পাশ দিয়ে যখন জনাবাই যেতেন, তখনই নাকি গালাগালি করত হরিয়াল নামের ওই টিয়া । একদিন , দু'দিন নয় । টানা দু'বছর ধরে এমনটাই চলছিল । বাড়ির পাশ দিয়ে গেলেই কদর্য ভাষায় গালিগালাজ করত টিয়াটি । সত্যি, এভাবে তো আর চলা যায় না । অগত্যা টিয়াটির নামে থানাতে অভিযোগ জানিয়েছিলেন জনাবাই ।

প্রথমটায় অবশ্য পুলিশের কাছেও হাস্যকর লেগেছিল বিষয়টি । কিন্তু তাতে অবশ্য জনাবাইয়ের অভিযোগ হালকাভাবে নেননি পুলিশ আধিকারিকরা । বেশ গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্ত শুরুর পর জানা যায়, জনাবাই ও তাঁর সৎ ছেলে সুরেশের মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চলছে । পুলিশের অনুমান ছিল, সুরেশ হয়ত জনাবাইকে নিয়ে কটুক্তি করত । আর সেই থেকেই হরিয়াল ওই গালাগালি শিখেছিল ।

টিয়াটিকে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয় । তবে সেখানে কিন্তু একটিও খারাপ শব্দ উচ্চারণ করেনি টিয়াটি । কিন্তু এরপরেও সব দোষ যায় পাখিটির উপর । আর শেষ পর্যন্ত পাখিটিকে গ্রেপ্তার করে পুলিশ । পরে অবশ্য পুনর্বাসনের জন্য বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় হরিয়ালকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.