ETV Bharat / bharat

রাজাগোপালাচারির 142তম জন্ম বার্ষিকীতে সংসদে শ্রদ্ধা জ্ঞাপন - রাজাগোপালাচারির 142তম জন্ম বার্ষিকী

বৃহস্পতিবার রাজাগোপালাচারির জীবন ও কর্ম বিষয়ক একটি দ্বিভাষিক (হিন্দি ও ইংরেজি) পুস্তিকা প্রকাশ করা হয়। পুস্তিকা প্রকাশ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং।

Breaking News
author img

By

Published : Dec 10, 2020, 2:45 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর: বৃহস্পতিবার প্রয়াত ভারত রত্ন সি রাজাগোপালাচারিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিদেশ মন্ত্রী তথা পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন । সংসদের সেন্ট্রাল হলে হল শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি। বৃহস্পতিবার ছিল প্রয়াত ভারত রত্নের 142তম জন্ম বার্ষিকী। এছাড়াও আজ ভারতের শেষ গভার্নরকে শ্রদ্ধা নিবেদন করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল দেশ দীপক ভার্মা ।

বৃহস্পতিবার রাজাগোপালাচারির জীবন ও কর্ম বিষয়ক একটি দ্বিভাষিক (হিন্দি ও ইংরেজি) পুস্তিকাও প্রকাশ করা হয়। পুস্তিকা প্রকাশ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং।

দেশের প্রতি রাজাগোপালাচারি অবদানের কথা স্মরণে রেখে 1978 সালের 21 জানুয়ারিতে সংসদের সেন্ট্রাল হলে তাঁর একটি অবয়ব চিত্র উন্মোচন করা হয়। সেটি উন্মোচন করেন তৎকালীন রাষ্ট্রপতি ড. সঞ্জীভা রেড্ডি।

দিল্লি, 10 ডিসেম্বর: বৃহস্পতিবার প্রয়াত ভারত রত্ন সি রাজাগোপালাচারিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিদেশ মন্ত্রী তথা পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন । সংসদের সেন্ট্রাল হলে হল শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি। বৃহস্পতিবার ছিল প্রয়াত ভারত রত্নের 142তম জন্ম বার্ষিকী। এছাড়াও আজ ভারতের শেষ গভার্নরকে শ্রদ্ধা নিবেদন করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল দেশ দীপক ভার্মা ।

বৃহস্পতিবার রাজাগোপালাচারির জীবন ও কর্ম বিষয়ক একটি দ্বিভাষিক (হিন্দি ও ইংরেজি) পুস্তিকাও প্রকাশ করা হয়। পুস্তিকা প্রকাশ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং।

দেশের প্রতি রাজাগোপালাচারি অবদানের কথা স্মরণে রেখে 1978 সালের 21 জানুয়ারিতে সংসদের সেন্ট্রাল হলে তাঁর একটি অবয়ব চিত্র উন্মোচন করা হয়। সেটি উন্মোচন করেন তৎকালীন রাষ্ট্রপতি ড. সঞ্জীভা রেড্ডি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.