দিল্লি, 2 ডিসেম্বর: দেশে অর্থনৈতিক সংকট নিয়ে অর্থমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে বিতর্ক তৈরি করেছিলেন বহরমপুরের সাংসদ ৷ এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' হিসেবে উল্লেখ করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ৷
এদিন হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ইশুতে উত্তাল হয় সংসদ ৷ সংসদ উত্তপ্ত হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ৷ এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, তাঁকে জঘন্যতম অর্থমন্ত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছে ৷ অথচ তাঁর কার্যকালের মেয়াদই এখনও ফুরোয়নি ৷ যদি কথা শোনার জন্য কোনও সরকার হয়, তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সরকার ৷ এই প্রসঙ্গেই নির্মলাকে আক্রমণ করেন অধীর ৷
-
#WATCH Adhir Ranjan Chowdhury, Congress in Lok Sabha earlier today: Aapka bahut sammaan to karte hain, aapke halaat dekh ke kabhi kabhi kehne ko dil karta hai ki aapko Nirmala Sitharaman ke badle 'Nirbala' Sitharaman kehna theek hoga ya nahi. pic.twitter.com/KATDsifwMm
— ANI (@ANI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Adhir Ranjan Chowdhury, Congress in Lok Sabha earlier today: Aapka bahut sammaan to karte hain, aapke halaat dekh ke kabhi kabhi kehne ko dil karta hai ki aapko Nirmala Sitharaman ke badle 'Nirbala' Sitharaman kehna theek hoga ya nahi. pic.twitter.com/KATDsifwMm
— ANI (@ANI) December 2, 2019#WATCH Adhir Ranjan Chowdhury, Congress in Lok Sabha earlier today: Aapka bahut sammaan to karte hain, aapke halaat dekh ke kabhi kabhi kehne ko dil karta hai ki aapko Nirmala Sitharaman ke badle 'Nirbala' Sitharaman kehna theek hoga ya nahi. pic.twitter.com/KATDsifwMm
— ANI (@ANI) December 2, 2019
মোদি সরকার সবসময়ই সব প্রশ্নের উত্তর দিয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷ এই সরকারকে কটাক্ষ করে অনেকে সুট-বুটের সরকার বলেও উল্লেখ করেন ৷ কিন্তু কর্পোরেট কর কমিয়ে এই সরকার বড়, ছোটো সবরকম ব্যবসার উন্নতিতেই সাহায্য করেছে বলে উল্লেখ করেন নির্মলা ৷
এরপরই সরব হন অধীর ৷ সংসদে বক্তৃতা পেশ করতে গিয়ে অর্থমন্ত্রীকে উল্লেখ করে তিনি বলেন, অধীর নির্মলাকে সম্মান করেন । কিন্তু কখনও কখনও তাঁর মনে হয় নির্মলা সীতারমন না বলে নির্বলা নামে ডাকা বোধ হয় ঠিক হবে । তাঁর মত, ''নির্মলা অর্থমন্ত্রীর পদে তো রয়েছেন । কিন্তু নির্মলা যা চাইছেন তা করার ক্ষমতা আপনার নেই ৷ অন্য কেউ তাঁর হয়ে সব দায়িত্ব পালন করছে ৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্কের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ৷ নিজের মেধার জোরেই নির্মলা আজ এখানে ৷ মহিলাদের জন্য এটি অত্যন্ত অসম্মানজনক ৷ এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাঁকে ৷ সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালও অনুরাগ ঠাকুরের সুরেই অধীরকে ক্ষমা চাইতে বলেন ৷
BJP-এর তরফে বলা হয়, একজন মন্ত্রীকে, বিশেষ করে এক জন মহিলাকে এভাবে ব্যক্তি আক্রমণ করা ঠিক হয়নি ৷ এদিকে কংগ্রেসের বক্তব্য, অধীর বক্তব্য শুরুই করেছিলেন নির্মলাকে সম্মান করেন এই জানিয়ে ৷ অসম্মানের প্রশ্নই নেই ৷