ETV Bharat / bharat

এবার কোরোনায় আক্রান্ত আধাসামরিক বাহিনীর 2 জওয়ান

কোরোনায় আক্রান্ত আধাসামরিক বাহিনীর দুই জওয়ান ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 29, 2020, 11:01 AM IST

কলকাতা, 29 মার্চ : এবার কোরোনায় আক্রান্ত হলেন সীমান্তরক্ষী বাহিনীর(BSF) এক আধিকারিক ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটে ফোর্সের (CISF) এক জওয়ান ।

আধাসামরিক বাহিনীর কর্তারা জানিয়েছেন, BSF-এ এটি প্রথম সংক্রমণের ঘটনা । 57 বছর বয়সি ওই আধিকারিক মধ্যপ্রদেশের গোয়ালিয়রের তাকিনপুরে সেনাবাহিনীর প্রশিক্ষণের কাজে নিযুক্ত ছিলেন । তাঁর পরিবারের সদস্যরা সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছে । তাই তাদের মাধ্যমেই তাঁর শরীরে কোরোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে ।

কোরোনায় আক্রান্ত হয়েছেন CISF-এর এক জওয়ানও । তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । সুত্রের খবর, ওই জওয়ানের সংস্পর্শে আসা আরও 12 জন BSF জওয়ানকেও ইতিমধ্যেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । এই জওয়ান মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন । সেখানেই কোনওভাবে তিনি সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।

এদিকে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের ।

কলকাতা, 29 মার্চ : এবার কোরোনায় আক্রান্ত হলেন সীমান্তরক্ষী বাহিনীর(BSF) এক আধিকারিক ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটে ফোর্সের (CISF) এক জওয়ান ।

আধাসামরিক বাহিনীর কর্তারা জানিয়েছেন, BSF-এ এটি প্রথম সংক্রমণের ঘটনা । 57 বছর বয়সি ওই আধিকারিক মধ্যপ্রদেশের গোয়ালিয়রের তাকিনপুরে সেনাবাহিনীর প্রশিক্ষণের কাজে নিযুক্ত ছিলেন । তাঁর পরিবারের সদস্যরা সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছে । তাই তাদের মাধ্যমেই তাঁর শরীরে কোরোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে ।

কোরোনায় আক্রান্ত হয়েছেন CISF-এর এক জওয়ানও । তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । সুত্রের খবর, ওই জওয়ানের সংস্পর্শে আসা আরও 12 জন BSF জওয়ানকেও ইতিমধ্যেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । এই জওয়ান মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন । সেখানেই কোনওভাবে তিনি সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।

এদিকে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.