ETV Bharat / bharat

লকডাউনের 40 দিন : ধারাভিতে নতুন করে সংক্রমিত 94

Lockdown India
লকডাউন দেশ
author img

By

Published : May 3, 2020, 10:48 AM IST

Updated : May 3, 2020, 9:56 PM IST

21:39 May 03

দিল্লি, 3 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ লকডাউনের দ্বিতীয় দফার শেষ দিন ৷ পরিস্থিতি যাতে আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সেই কারণে আরও দু'সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • ধারাভিতে নতুন করে সংক্রমিত 94 । মারা গেছে দু'জন । এই নিয়ে ধারাভিতে মোট সংক্রমণ বেড়ে হল 590 । মোট মৃত্যু হয়েছে 20 জনের ।
  • তিরুবনন্তপুরমে যুদ্ধবিমানে আলোকসজ্জার মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাল নৌসেনা ।
  • তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মোট 3023 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । সুস্থ হয়েছে 1,379 জন ।
  • কেরলায় নতুন করে কোনও সংক্রমণ নেই ।    
  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত 331 জন ।
  • জম্মুতে নতুন করে কোরোনায় সংক্রমিত 35 জন । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা 701 ।
  • কর্নাটকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন করে 13 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

21:35 May 03

  • পানাজিতে গোয়া মেডিকেল কলেজের উপরে পুষ্পবৃষ্টি করল ভারতীয় নৌসেনার বিশেষ হেলিকপ্টার ।
  • মুম্বই শহরের উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার সুখোই 30 বিমান ।
  • দিল্লির রাজপথের উপর দিয়েও উড়ে গেল বায়ুসেনার বিশেষ বিমান ।
  • বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারকে উড়তে দেখা গেল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের বাইরেও ।
  • ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উপরেও চলল পুষ্পবৃষ্টি ।
  • ফ্লাই পাস্ট ছাড়াও দেশের একাধিক প্রান্তে ব্যান্ড বাজিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভারতীয় সেনার জওয়ানরা ।
  • পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি MI-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় কমান্ড হাসপাতালের উপরে ।

10:10 May 03

  • রাজস্থানে আজ সকাল 9 টা পর্যন্ত 31 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 2803 ।
  • কেরালা থেকে ওড়িশার জগন্নাথপুর স্টেশনে এসে পৌঁছাল বিশেষ ট্রেন ।

10:09 May 03

  • হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত 82 বছর বয়সি এক বৃদ্ধা ।

09:48 May 03

  • ওড়িশায় কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 160 ।
  • নাসিক থেকে প্রায় আটশো পরিযায়ী শ্রমিককে নিয়ে বিশেষ ট্রেন এসে পৌঁছাল উত্তরপ্রদেশের চারবাগে ।
  • মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে প্রায় 1200 পরিযায়ী শ্রমিককে নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে রওনা হল বিশেষ ট্রেন ।
  • চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোরোনা মোকাবিলায় প্রথম সারির অন্যান্য নায়কদের ধন্যবাদ জানাতে বায়ুসেনার ফ্লাই পাস্ট । দিল্লিতে পুলিশ মেমোরিয়ালসহ অন্যান্য হাসপাতালগুলিতে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা ।

21:39 May 03

দিল্লি, 3 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ লকডাউনের দ্বিতীয় দফার শেষ দিন ৷ পরিস্থিতি যাতে আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সেই কারণে আরও দু'সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • ধারাভিতে নতুন করে সংক্রমিত 94 । মারা গেছে দু'জন । এই নিয়ে ধারাভিতে মোট সংক্রমণ বেড়ে হল 590 । মোট মৃত্যু হয়েছে 20 জনের ।
  • তিরুবনন্তপুরমে যুদ্ধবিমানে আলোকসজ্জার মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাল নৌসেনা ।
  • তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মোট 3023 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । সুস্থ হয়েছে 1,379 জন ।
  • কেরলায় নতুন করে কোনও সংক্রমণ নেই ।    
  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত 331 জন ।
  • জম্মুতে নতুন করে কোরোনায় সংক্রমিত 35 জন । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা 701 ।
  • কর্নাটকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন করে 13 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

21:35 May 03

  • পানাজিতে গোয়া মেডিকেল কলেজের উপরে পুষ্পবৃষ্টি করল ভারতীয় নৌসেনার বিশেষ হেলিকপ্টার ।
  • মুম্বই শহরের উপর দিয়ে উড়ে গেল বায়ুসেনার সুখোই 30 বিমান ।
  • দিল্লির রাজপথের উপর দিয়েও উড়ে গেল বায়ুসেনার বিশেষ বিমান ।
  • বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারকে উড়তে দেখা গেল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের বাইরেও ।
  • ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উপরেও চলল পুষ্পবৃষ্টি ।
  • ফ্লাই পাস্ট ছাড়াও দেশের একাধিক প্রান্তে ব্যান্ড বাজিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভারতীয় সেনার জওয়ানরা ।
  • পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি MI-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় কমান্ড হাসপাতালের উপরে ।

10:10 May 03

  • রাজস্থানে আজ সকাল 9 টা পর্যন্ত 31 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 2803 ।
  • কেরালা থেকে ওড়িশার জগন্নাথপুর স্টেশনে এসে পৌঁছাল বিশেষ ট্রেন ।

10:09 May 03

  • হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত 82 বছর বয়সি এক বৃদ্ধা ।

09:48 May 03

  • ওড়িশায় কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 160 ।
  • নাসিক থেকে প্রায় আটশো পরিযায়ী শ্রমিককে নিয়ে বিশেষ ট্রেন এসে পৌঁছাল উত্তরপ্রদেশের চারবাগে ।
  • মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে প্রায় 1200 পরিযায়ী শ্রমিককে নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে রওনা হল বিশেষ ট্রেন ।
  • চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোরোনা মোকাবিলায় প্রথম সারির অন্যান্য নায়কদের ধন্যবাদ জানাতে বায়ুসেনার ফ্লাই পাস্ট । দিল্লিতে পুলিশ মেমোরিয়ালসহ অন্যান্য হাসপাতালগুলিতে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা ।
Last Updated : May 3, 2020, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.