ETV Bharat / bharat

লকডাউন : 20 দিনের শিশুর মৃত্যু জয়পুরে - Lockdown 3

ছবি
ছবি
author img

By

Published : May 2, 2020, 11:15 AM IST

10:03 May 02

দিল্লি, 2 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 39 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • পঞ্জাব বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিশেষ বিমানে দেশে ফিরলেন 271 জন ব্রিটিশ নাগরিক ।
  • রাজস্থানে কোরোনায় সংক্রমিত আরও 12 । নতুন করে মৃত্যু হল তিনজনের । এই নিয়ে সেখানে মোট 2678 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মারা গেছেন 65 জন ।

10:03 May 02

  • কোরোনায় 20 দিনের শিশুর মৃত্যু জয়পুরে ।

10:03 May 02

  • CRPF -এর আরও 68 জন জওয়ানের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ । জওয়ানদের সকলেরই ক্যাম্প ছিল পূর্ব দিল্লিতে ।
  • পঞ্জাবে আজ নতুন করে সংক্রমিত দু'জন ।

10:02 May 02

  • কর্নাটকের হুবলি থেকে প্রায় 1400 জন শ্রমিককে নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা করল কর্নাটক প্রশাসন ।

09:47 May 02

  • পুণেতে 68 বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু । এই নিয়ে পুণেতে কোরোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 100 ।
  • নাসিক থেকে রওনা হওয়া শ্রমিক স্পেশাল ট্রেন এসে পৌঁছাল মধ্যেপ্রদেশের মিসরোদ স্টেশনে । ট্রেনের সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয় সেখানে । এরপর যাত্রীরা নিজ নিজ জেলার দিকে রওনা হবেন ।
  • এখনও পর্যন্ত প্রায় এক লাখেরও বেশি সংখ্যক মানুষ বাইরের বিভিন্ন রাজ্যে কর্মরত । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এমনই মনে করছেন ছত্তিশগড়ের নোডাল অফিসার সোনমনি বোরা ।

10:03 May 02

দিল্লি, 2 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 39 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • পঞ্জাব বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিশেষ বিমানে দেশে ফিরলেন 271 জন ব্রিটিশ নাগরিক ।
  • রাজস্থানে কোরোনায় সংক্রমিত আরও 12 । নতুন করে মৃত্যু হল তিনজনের । এই নিয়ে সেখানে মোট 2678 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মারা গেছেন 65 জন ।

10:03 May 02

  • কোরোনায় 20 দিনের শিশুর মৃত্যু জয়পুরে ।

10:03 May 02

  • CRPF -এর আরও 68 জন জওয়ানের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ । জওয়ানদের সকলেরই ক্যাম্প ছিল পূর্ব দিল্লিতে ।
  • পঞ্জাবে আজ নতুন করে সংক্রমিত দু'জন ।

10:02 May 02

  • কর্নাটকের হুবলি থেকে প্রায় 1400 জন শ্রমিককে নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা করল কর্নাটক প্রশাসন ।

09:47 May 02

  • পুণেতে 68 বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু । এই নিয়ে পুণেতে কোরোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 100 ।
  • নাসিক থেকে রওনা হওয়া শ্রমিক স্পেশাল ট্রেন এসে পৌঁছাল মধ্যেপ্রদেশের মিসরোদ স্টেশনে । ট্রেনের সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয় সেখানে । এরপর যাত্রীরা নিজ নিজ জেলার দিকে রওনা হবেন ।
  • এখনও পর্যন্ত প্রায় এক লাখেরও বেশি সংখ্যক মানুষ বাইরের বিভিন্ন রাজ্যে কর্মরত । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এমনই মনে করছেন ছত্তিশগড়ের নোডাল অফিসার সোনমনি বোরা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.