- শেষ 24 ঘ্ণ্টায় পুণেতে মৃত পাঁচ ।
লকডাউনের 15 দিন : গুজরাতে মৃত্যু 14 মাসের শিশুর
16:14 April 08
দিল্লি, 8 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের পঞ্চদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
16:13 April 08
- আজ মধ্যরাত থেকে সিল উত্তরপ্রদেশের 15 টি জেলা ।
16:12 April 08
- আগ্রায় নতুন করে সংক্রমিত ছয় ।
16:11 April 08
- রাজস্থানে নতুন করে সংক্রমিত 15 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 363 ।
16:08 April 08
- দেশে মৃতের সংখ্যা দেড়'শো ছুঁই ছুঁই । বিগত একদিনে 773 জনের শরীরে নতুন করে সংক্রমণের হদিস মিলেছে । গতকালই মারা গেছে 32 জন । জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ।
10:06 April 08
- উত্তর প্রদেশে নতুন করে সংক্রমিত 2 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 334 ।
09:39 April 08
- পুণেতে মৃত আরও এক । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 10 ।
09:34 April 08
- কোরোনায় সংক্রমিত হয়ে পুণেতে মৃত আরও এক । এই নিয়ে শুধুমাত্র পুণেতেই মৃতের সংখ্যা বেড়ে হল 9 ।
09:34 April 08
- রাজস্থানে নতুন করে সংক্রমিত 15 । এই নিয়ে সেখানে মোট 343 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
09:34 April 08
- গুজরাতে 14 মাসের এক শিশুর মৃত্যু হল কোরোনায় ।
09:34 April 08
- তাবলিগি জামাতে উপস্থিত ছিল এমন 8 জন বিদেশিকে কোয়ারান্টাইনে পাঠাল নাগপুরের তেহসিল পুলিশ ।
09:20 April 08
- দিল্লি পুলিশের এক আধিকারিকের শরীরে মিলল ভাইরাসের হদিস । তাকে দিল্লি AIIMS -এ ভরতি করা হয়েছে । পরিবারে লোকেদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
16:14 April 08
দিল্লি, 8 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের পঞ্চদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
- শেষ 24 ঘ্ণ্টায় পুণেতে মৃত পাঁচ ।
16:13 April 08
- আজ মধ্যরাত থেকে সিল উত্তরপ্রদেশের 15 টি জেলা ।
16:12 April 08
- আগ্রায় নতুন করে সংক্রমিত ছয় ।
16:11 April 08
- রাজস্থানে নতুন করে সংক্রমিত 15 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 363 ।
16:08 April 08
- দেশে মৃতের সংখ্যা দেড়'শো ছুঁই ছুঁই । বিগত একদিনে 773 জনের শরীরে নতুন করে সংক্রমণের হদিস মিলেছে । গতকালই মারা গেছে 32 জন । জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ।
10:06 April 08
- উত্তর প্রদেশে নতুন করে সংক্রমিত 2 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 334 ।
09:39 April 08
- পুণেতে মৃত আরও এক । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 10 ।
09:34 April 08
- কোরোনায় সংক্রমিত হয়ে পুণেতে মৃত আরও এক । এই নিয়ে শুধুমাত্র পুণেতেই মৃতের সংখ্যা বেড়ে হল 9 ।
09:34 April 08
- রাজস্থানে নতুন করে সংক্রমিত 15 । এই নিয়ে সেখানে মোট 343 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
09:34 April 08
- গুজরাতে 14 মাসের এক শিশুর মৃত্যু হল কোরোনায় ।
09:34 April 08
- তাবলিগি জামাতে উপস্থিত ছিল এমন 8 জন বিদেশিকে কোয়ারান্টাইনে পাঠাল নাগপুরের তেহসিল পুলিশ ।
09:20 April 08
- দিল্লি পুলিশের এক আধিকারিকের শরীরে মিলল ভাইরাসের হদিস । তাকে দিল্লি AIIMS -এ ভরতি করা হয়েছে । পরিবারে লোকেদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।