ETV Bharat / bharat

লকডাউনের 16 দিন : হরিয়াণায় দ্বিগুণ বেতন কোরোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসকদের - Lockdown India

Lockdown
লকডাউন দেশ
author img

By

Published : Apr 9, 2020, 9:36 AM IST

Updated : Apr 9, 2020, 5:40 PM IST

17:37 April 09

দিল্লি, 9 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের ষোড়শতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • কাশ্মীরে নতুন করে সংক্রমিত 24 । এই নিয়ে জম্মু ও কাশ্মীরে 184 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

17:36 April 09

  • রায়পুরে নতুন করে ভাইরাসে সংক্রমিত সাত ।

17:32 April 09

  • হরিয়াণায় কোরোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে দ্বিগুণ বেতন ।

17:30 April 09

  • এখনও পর্যন্ত প্রায় 40 হাজার জনের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ FIR দায়ের হয়েছে ।

17:29 April 09

  • কর্নাটকে নতুন করে কোরোনায় সংক্রমিত 16 । এই নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 197 ।

17:28 April 09

  • হিমাচলে আইসোলেশনে পাঠানো হল 21 জনকে । এরা সকলেই নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিল বলে জানা গেছে ।

11:41 April 09

  • ইন্দোরে কোরোনা সংক্রমিত হয়ে চিকিৎসকের মৃত্যু ।

11:02 April 09

  • গুজরাতে নতুন করে সংক্রমিত 55 । এর মধ্যে শুধুমাত্র আমেদাবাদেই 50 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

09:21 April 09

  • পঞ্জাবের জলন্ধরে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত এক ।

09:21 April 09

  • মধ্যপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 390 ।
  • ঝাড়খণ্ডে নতুন করে সংক্রমিত 9 ।

09:20 April 09

  • পঞ্জাবের রূপনগরের কোরোনার সংক্রমিত এক রোগীর মৃত্যু । এই নিয়ে পঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে হল 9 ।
  • দিল্লিতে এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী ও এক নিকাশিকর্মীর শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • আগ্রায় নতুন করে সংক্রমিত 19 । এই নিয়ে আগ্রায় মোট সংক্রমণ বেড়ে হল 84 ।

09:14 April 09

Lockdown
কর্নাটকের হুবলিতে মানুষের ভিড়
  • কর্নাটকের হুবলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে মানুষের ভিড় ।

17:37 April 09

দিল্লি, 9 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের ষোড়শতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • কাশ্মীরে নতুন করে সংক্রমিত 24 । এই নিয়ে জম্মু ও কাশ্মীরে 184 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

17:36 April 09

  • রায়পুরে নতুন করে ভাইরাসে সংক্রমিত সাত ।

17:32 April 09

  • হরিয়াণায় কোরোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে দ্বিগুণ বেতন ।

17:30 April 09

  • এখনও পর্যন্ত প্রায় 40 হাজার জনের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ FIR দায়ের হয়েছে ।

17:29 April 09

  • কর্নাটকে নতুন করে কোরোনায় সংক্রমিত 16 । এই নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 197 ।

17:28 April 09

  • হিমাচলে আইসোলেশনে পাঠানো হল 21 জনকে । এরা সকলেই নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিল বলে জানা গেছে ।

11:41 April 09

  • ইন্দোরে কোরোনা সংক্রমিত হয়ে চিকিৎসকের মৃত্যু ।

11:02 April 09

  • গুজরাতে নতুন করে সংক্রমিত 55 । এর মধ্যে শুধুমাত্র আমেদাবাদেই 50 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

09:21 April 09

  • পঞ্জাবের জলন্ধরে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত এক ।

09:21 April 09

  • মধ্যপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 390 ।
  • ঝাড়খণ্ডে নতুন করে সংক্রমিত 9 ।

09:20 April 09

  • পঞ্জাবের রূপনগরের কোরোনার সংক্রমিত এক রোগীর মৃত্যু । এই নিয়ে পঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে হল 9 ।
  • দিল্লিতে এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী ও এক নিকাশিকর্মীর শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • আগ্রায় নতুন করে সংক্রমিত 19 । এই নিয়ে আগ্রায় মোট সংক্রমণ বেড়ে হল 84 ।

09:14 April 09

Lockdown
কর্নাটকের হুবলিতে মানুষের ভিড়
  • কর্নাটকের হুবলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে মানুষের ভিড় ।
Last Updated : Apr 9, 2020, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.