জম্মু, 20 সেপ্টেম্বর : জম্মুর আর্নিয়াতে আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র ও মাদক পাচারের প্রচেষ্টা চালানো হয় পাকিস্তান থেকে । BSF বর্ডার আউটপোস্ট বুধওয়ারে ওই প্রচেষ্টা ব্যর্থ করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) । আজ সরকারি বিবৃতিতে একথা জানান এক প্রতিরক্ষা আধিকারিক ।
গতকাল রাতে সীমান্তের কাছে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন ভারতীয় জওয়ানরা । এবং তা ধাওয়া করতে গিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার আটকে দিল BSF । BSF সূত্রে জানা গেছে, সীমান্তের কাছে বর্ডার আউটপোস্ট বুধওয়ার বা বুলাচকে এক পাকিস্তানিকে ঘোরাঘুরি করতে দেখে । তা দেখতে পেয়ে গুলি চালান ভারতীয় জওয়ানরা । গুলিবর্ষণের পরে ওই ব্যক্তি পাকিস্তানের দিকে পালায় ।
BSF-র তরফে জানানো হয়েছে, পরে ভোর দুটো নাগাদ ওই এলাকায় তল্লাশি চালানো হয় । সেখান থেকে 58 প্যাকেট সন্দেহভাজন মাদক দ্রব্য, দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার করা হয় ।