ETV Bharat / bharat

কাশ্মীরে BSF -এর গুলিতে খতম পাকিস্তানি অনুপ্রবেশকারী - intruder shot dead in Samba

কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF । আজ ভোররাতে সে ভারতে ঢুকে পরে বলে জানা গেছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 15, 2019, 12:28 PM IST

সাম্বা, 15 জুলাই : কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF । আজ ভোর রাতে সাম্বার সীমান্ত ফাঁড়ির কাছে ওই ব্যক্তিকে ভারতে প্রবেশ করতে দেখে BSF জওয়ানরা । তাকে সতর্ক করা হলেও সে নির্দেশ শোনেনি । তারপরই গুলি চালায় BSF ।

BSF সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সাম্বা জেলার রামগড় সেক্টরের দিক থেকে ভারতে প্রবেশ করেছিল । তার বয়স প্রায় 60 । BSF -এর গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্যক্তির । তার দেহটি এখন সাম্বার এস এম পুর BSF ফাঁড়িতে রাখা আছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গেছে ।

ওই ব্যক্তি পাকিস্তানের সাধারণ নাগরিক না কি কোনও জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সাম্বা, 15 জুলাই : কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF । আজ ভোর রাতে সাম্বার সীমান্ত ফাঁড়ির কাছে ওই ব্যক্তিকে ভারতে প্রবেশ করতে দেখে BSF জওয়ানরা । তাকে সতর্ক করা হলেও সে নির্দেশ শোনেনি । তারপরই গুলি চালায় BSF ।

BSF সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সাম্বা জেলার রামগড় সেক্টরের দিক থেকে ভারতে প্রবেশ করেছিল । তার বয়স প্রায় 60 । BSF -এর গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্যক্তির । তার দেহটি এখন সাম্বার এস এম পুর BSF ফাঁড়িতে রাখা আছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গেছে ।

ওই ব্যক্তি পাকিস্তানের সাধারণ নাগরিক না কি কোনও জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

New Delhi, Jul 14 (ANI): Actor Alia Bhatt seems all geared up for the next schedule of her upcoming film 'Sadak 2'. Keeping her fans updated about the filming of the movie, the 'Gully Boy' actor shared the photo of a script in her Instagram story. It seems that the shoot started in Ooty on July 12. Earlier, Alia recorded the scratch version for a song, which will be featured in the film. "It is a romantic number and comes at a crucial point in the film, so Bhatt sir is being meticulous about it. The final track will be recorded only after the unit returns from their Ooty schedule in August," a source had told ANI. The film, which is a remake of the 1991 blockbuster of the same name, will feature Alia and Aditya Roy Kapur in the pivotal roles. The actors will share the screen space with Sanjay Dutt and Pooja Bhatt, lead actors of the original flick. While the plot of the upcoming film is yet to be disclosed, the original film was a romantic thriller and revolved around the life of a young man, who falls in love with a sex worker. Helmed by Mahesh Bhatt, the film is slated to hit the big screens on March 25, 2020.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.