ETV Bharat / bharat

CAA নিয়ে প্রতিবাদের মাঝেই গুজরাতে পাকিস্তানি মহিলাকে নাগরিকত্ব প্রদান - দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি হয়েছে

হাসিনা বেনের জন্ম আদতে গুজরাতের ভনবাদ তালুকায় । সেখানেই তাঁর বেড়ে ওঠা । পরে নিকাহ সূত্রে তিনি 1999 সালে পাকিস্তানে চলে যান । তারপর থেকে এতদিন সেখানেই ছিলেন । কিন্তু শওহরের মৃত্যুর পর হাসিনা ভারতে ফিরে আসেন । দুই বছর আগে তিনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন । 18 ডিসেম্বর তাঁকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয় ।

gujrat
gujrat
author img

By

Published : Dec 19, 2019, 5:13 PM IST

দেবভূমি দ্বারকা (গুজরাত) , ১৯ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশজুড়ে । এরই মধ্যে এক পাকিস্তানি মহিলাকে নাগরিকত্ব দিল গুজরাত সরকার । নাগরিকত্ব আইন 1955-র ভিত্তিতেই হাসিনা বেন ভারতের নাগরিকত্ব পেলেন ।

হাসিনা বেনের জন্ম আদতে গুজরাতের ভনবাদ তালুকায় । সেখানেই তাঁর বেড়ে ওঠা । পরে নিকাহ সূত্রে তিনি 1999 সালে পাকিস্তানে চলে যান । তারপর থেকে এতদিন সেখানেই ছিলেন । কিন্তু শওহরের মৃত্যুর পর হাসিনা ভারতে ফিরে আসেন । দুই বছর আগে তিনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন । 18 ডিসেম্বর তাঁকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয় ।

11 ডিসেম্বর পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 । লোকসভায় বিলটি পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় । প্রথমে অসম ও পরে দেশের অন্য রাজ্যগুলিতেও শুরু হয় বিক্ষোভ । বিরোধীরা দাবি করেন, এই সংশোধনী ধর্মের ভিত্তিতে হয়েছে যা সংবিধানের 14 নম্বর ধারার বিরুদ্ধে । আজও বিক্ষোভ হয়েছে হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় । গত রবিবার দিল্লির জামিয়া মিলিয়া এলাকায় বিক্ষোভের পর দিল্লির অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি হয়েছে । লখনউর হাসানগঞ্জে গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা । আহমেদাবাদে প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে পুলিশ । উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি বাসে আগুন ধরায় বিক্ষুব্ধ জনতা । CPM-র প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরিকে আটক করেছে পুলিশ ।

আরও পড়ুন : দিল্লিতে 144 ধারা উপেক্ষা করে জমায়েত, উত্তরপ্রদেশে বাসে আগুন

এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 গুজরাতে কার্যকরি হওয়ার আগেই সেই রাজ্যের সরকার নাগরিকত্ব আইন 1955 মেনে নাগরিকত্ব দিল হাসিনা বেনকে । এই প্রসঙ্গে দ্বারকার জেলাশাসক নরেন্দ্র কুমার মীনা টুইট করে লেখেন , 'হাসিনা বেনের শওহর মারা যাওয়ার পর তিনি পাকিস্তান থেকে ফিরে আসেন ও নাগরিকত্বের জন্য আবেদন করেন । ভারত সরকার তাঁর আবেদন গ্রহণ করে । '

উল্লেখ্য, নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত সরকার তার বিবেচনা অনুযায়ী অন্য রাষ্ট্রের বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে এদেশের নাগরিকত্ব দেয় ।

দেবভূমি দ্বারকা (গুজরাত) , ১৯ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশজুড়ে । এরই মধ্যে এক পাকিস্তানি মহিলাকে নাগরিকত্ব দিল গুজরাত সরকার । নাগরিকত্ব আইন 1955-র ভিত্তিতেই হাসিনা বেন ভারতের নাগরিকত্ব পেলেন ।

হাসিনা বেনের জন্ম আদতে গুজরাতের ভনবাদ তালুকায় । সেখানেই তাঁর বেড়ে ওঠা । পরে নিকাহ সূত্রে তিনি 1999 সালে পাকিস্তানে চলে যান । তারপর থেকে এতদিন সেখানেই ছিলেন । কিন্তু শওহরের মৃত্যুর পর হাসিনা ভারতে ফিরে আসেন । দুই বছর আগে তিনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন । 18 ডিসেম্বর তাঁকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয় ।

11 ডিসেম্বর পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 । লোকসভায় বিলটি পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় । প্রথমে অসম ও পরে দেশের অন্য রাজ্যগুলিতেও শুরু হয় বিক্ষোভ । বিরোধীরা দাবি করেন, এই সংশোধনী ধর্মের ভিত্তিতে হয়েছে যা সংবিধানের 14 নম্বর ধারার বিরুদ্ধে । আজও বিক্ষোভ হয়েছে হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় । গত রবিবার দিল্লির জামিয়া মিলিয়া এলাকায় বিক্ষোভের পর দিল্লির অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি হয়েছে । লখনউর হাসানগঞ্জে গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা । আহমেদাবাদে প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে পুলিশ । উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি বাসে আগুন ধরায় বিক্ষুব্ধ জনতা । CPM-র প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরিকে আটক করেছে পুলিশ ।

আরও পড়ুন : দিল্লিতে 144 ধারা উপেক্ষা করে জমায়েত, উত্তরপ্রদেশে বাসে আগুন

এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 গুজরাতে কার্যকরি হওয়ার আগেই সেই রাজ্যের সরকার নাগরিকত্ব আইন 1955 মেনে নাগরিকত্ব দিল হাসিনা বেনকে । এই প্রসঙ্গে দ্বারকার জেলাশাসক নরেন্দ্র কুমার মীনা টুইট করে লেখেন , 'হাসিনা বেনের শওহর মারা যাওয়ার পর তিনি পাকিস্তান থেকে ফিরে আসেন ও নাগরিকত্বের জন্য আবেদন করেন । ভারত সরকার তাঁর আবেদন গ্রহণ করে । '

উল্লেখ্য, নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত সরকার তার বিবেচনা অনুযায়ী অন্য রাষ্ট্রের বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে এদেশের নাগরিকত্ব দেয় ।

New Delhi, Dec 19 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on December 19 appealed to the central government to revoke Citizenship Amendment Act (CAA), reasoning that there is "fear among all citizens" today due to the deteriorating law and order situation in the country. "Today, law and order situation in the country is deteriorating. There is a fear among all citizens today. I appeal to the central government to not bring this law but give employment to the youth," Kejriwal told reporters in Delhi where parts of areas have been put under Section 144 to tackle violent protests against the new citizenship law.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.