পুঞ্চ, 2 জুলাই : ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান । নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কিরনি সেক্টরে পাকিস্তান সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে । সকাল সাড়ে ন'টায় ছোটো অস্ত্র দিয়ে হামলা করে পাকিস্তান । ভারতীয় সেনা পালটা জবাব দেয় ।
30 জুন সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছিল পাকিস্তান । কাশ্মীর উপত্যকার নওগাঁও সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনা । একইভাবে 25 জুন জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার শেল বর্ষণ করে পাকিস্তানি সেনা । গত তিন সপ্তাহ ধরে বারবার পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে । কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশে যাতে সুবিধা হয় তার জন্য পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা ।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখায় কড়া নজরদারি চলছে । পাকিস্তানকে পালটা জবাব দেওয়া হয়েছে । জঙ্গিদের অনুপ্রবেশ আটকে দিয়েছে নিরাপত্তাবাহিনী । চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে যথাক্রমে 387, 382 ও 302 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান । গত বছর এই সময় সংখ্যাটা ছিল যথাক্রমে 234, 221 ও 181 ।2018 সালের এপ্রিল, মে ও জুন মাসে যথাক্রমে 176, 104 ও 19 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । 2019-এ সারা বছরে 3,168 বার এবং 2018-তে 1,629 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান । এবছর ছ'মাসের মধ্যে 2,215 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনা ।