ETV Bharat / bharat
কুলভূষণ মামলার শুনানির দ্বিতীয় দিনে পাকিস্তানকে তিরস্কার ICJ-র
হৃদরোগে আক্রান্ত অ্যাড হক। পরিবর্তনের আবেদন জানানোয় পাকিস্তানকে তিরস্কার ICJ-র।
কুলভূষণ
By
Published : Feb 20, 2019, 10:05 AM IST
দা হগ, ২০ ফেব্রুয়ারি : কুলভূষণ মামলার শুনানির সময় অ্যাড হক জাজের পরিবর্তনের ঘটনায় পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)। পাকিস্তানের অ্যাটর্নি জেনারাল আনওয়ার মনসুর খান জানান, শুনানির প্রথম দিনে তাদের অ্যাড হক তাসাদুক হুসেন জিলানি হৃদরোগে আক্রান্ত হন। এজন্য তিনি দ্বিতীয় দিনে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য অ্যাড হক পরিবর্তন করার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-র প্রেসিডেন্ট।
(ICJ)-র প্রেসিডেন্ট আবদুলকাবি আহমেদ ইউসুফ এই আবেদন উপেক্ষা করে পাকিস্তানি অ্যাডভোকেটকে বলেন, "যদি তোমার বিবৃতি প্রস্তুত থাকে তাহলে তুমি তোমার বিবৃতি দাও। আমরা শুনতে প্রস্তুত।" এর জেরেই পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)।
উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের একটি সেনা আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। তা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রথম থেকেই ভারতের দাবি, কুলভূষণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ICJ-র ১০ সদস্যের বেঞ্চ কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয়। এমনকী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা যাবে না বলে নির্দেশ দেয়। ভারতের তরফে বলা হয় একটি হাস্যকর শুনানানির মাধ্যমে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এই বিষয়ে, আনওয়ার মনসুর খান জানান ভারতের তরফে যে মুক্তির দাবি জানানো হয়েছে তা অবিলম্বে খারিজ করা উচিত।
দা হগ, ২০ ফেব্রুয়ারি : কুলভূষণ মামলার শুনানির সময় অ্যাড হক জাজের পরিবর্তনের ঘটনায় পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)। পাকিস্তানের অ্যাটর্নি জেনারাল আনওয়ার মনসুর খান জানান, শুনানির প্রথম দিনে তাদের অ্যাড হক তাসাদুক হুসেন জিলানি হৃদরোগে আক্রান্ত হন। এজন্য তিনি দ্বিতীয় দিনে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য অ্যাড হক পরিবর্তন করার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-র প্রেসিডেন্ট।
(ICJ)-র প্রেসিডেন্ট আবদুলকাবি আহমেদ ইউসুফ এই আবেদন উপেক্ষা করে পাকিস্তানি অ্যাডভোকেটকে বলেন, "যদি তোমার বিবৃতি প্রস্তুত থাকে তাহলে তুমি তোমার বিবৃতি দাও। আমরা শুনতে প্রস্তুত।" এর জেরেই পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)।
উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের একটি সেনা আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। তা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রথম থেকেই ভারতের দাবি, কুলভূষণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ICJ-র ১০ সদস্যের বেঞ্চ কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয়। এমনকী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা যাবে না বলে নির্দেশ দেয়। ভারতের তরফে বলা হয় একটি হাস্যকর শুনানানির মাধ্যমে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এই বিষয়ে, আনওয়ার মনসুর খান জানান ভারতের তরফে যে মুক্তির দাবি জানানো হয়েছে তা অবিলম্বে খারিজ করা উচিত।
RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Washington, DC, USA. 19th February 2019.
1. 00:00 Closeup of UAE flag in the wind
2. 00:04 Wide of Embassy of the United Arab Emirates
3. 00:08 Entrance cf the UAE Embassy
4. 00:12 Woman walking in front of UAE Embassy
5. 00:18 SOUNDBITE (English): Dana Al Marashi, Head of Heritage and Social Affairs Department:
(on UAE hosting the Special Olympics)
''So, we are so honored that this is going to be the first time that the Special Olympics will be held in a Middle East and North African country. The UAE celebrates people of determination and for us this is a momentous occasion."
6. 00:34 SOUNDBITE (English): Dana Al Marashi, Head of Heritage and Social Affairs Department:
(on preparing for the event)
"We've been doing a lot of events in the United States to prepare the U.S. athletes going to Abu Dhabi; giving them cultural orientations, just what to expect when they go to the UAE. We are going to be hosting a number of host cities, where every Emirate is going to be hosting different countries. In their respective Emirate they can do cultural activities to help make the athletes more comfortable and everyone is just very, very excited about the World Games coming to Abu Dhabi."
7. 01:07 Eternal Flame of Hope (EFOH) arrives at the Embassy and is escorted inside
8. 01:16 Members carrying the EFOH are greeted at the door by UAE Ambassador to the United States Yousef Al Otaiba
9. 01:21 EFOH is placed on a podium.
10. 01:33 SOUNDBITE (English): UAE Ambassador to the United States Yousef Al Otaiba:
(on event)
"This will be the most unified Special Olympics World Games ever held, with 22 countries participating in the Games for their very first time ever. We wanted to insure that this was the most inclusive World Games ever held. The Eternal Flame of Hope is a symbol that shines a light on the abilities and accomplishments of people of determination, as people with intellectual disabilities are called in the UAE."
11. 01:52 Cheer of Special Olympics cheering in the Embassy
12. 01:58 SOUNDBITE (English): Tim Shriver, Chairman of the Special Olympics:
(about Special Olympics)
"The Special Olympics is a 50 year-old movement rooted in the power and dignity and the gifts of people with intellectual disabilities. And even is saying that, some people go, 'Wait a second, I thought they have disabilities. I thought this was sad, tragic situation.' And our movement is all about the opposite. It's about ability, it's about gifts…"
13. 02:19 SOUNDBITE (English): Tim Shriver, Chairman of the Special Olympics:
(on what he's looking forward to at the event)
"Honestly, there's an athlete, who was recently discovered about a year and half ago to be locked in a chain. And our volunteers in his country went and heard about this and went and showed his mother how to take the chain off, how to give him the kind of medical support and social support necessary. Showed him how to run. Showed him how to compete. And just about six months ago he was selected randomly to come to the United Arab Emirates to run in the athletics competitions. To see him, who very recently, has endured in some ways the worst of humanity, come, and I hope, have a triumphant experience and show us the best in humanity that's what I'm looking forward to more than anything. I know the ceremonies will be amazing. I know the Crown Prince will be an enormously great host. I think the spectacle all over the UAE, the museums, the galleries, the mosque, all will be spellbinding. But for me to see that one athlete, to see him run, to see him finish, to see him get the cheers of the world that for me is going to be the top of the line."
14. 03:38 Close up of EFOH
15. 03:44 Photo-op of Special Olympic athletes and UAE Ambassador holding the EFOH on stage
16. 03:39 UAE Ambassador talking to attendees
17. 03:54 Pan down of event space and attendees
18. 04:02 Attendees taking pictures together
19. 04:05 SOUNDBITE (English): Jena Jones, Athlete Swimming, Columbia, MD:
(on advice she gives to others competing in the Games)
"Don't say no, that you can't do a sport. Say that, "I will try." … I'll give you an example, I can't do butterfly. Don't say no. Say, "I will try it," but you may actually end up liking the sport, because you gave it a try."
20. 04:40 Cheerleader for Cheer of Special Olympics cheering in the Embassy
21. 04:33 SOUNDBITE (English): Carmen Houston-Ludlum, cheerleader for Cheer of Special Olympics and athlete competing in the Special Olympics:
(on what she's looking forward to)
"There's a lot. I like meeting new people. And I also like going to see the culture also, and also ride the camel … going down the sand dunes, water culture tracks, without no tracks -It's called dune bashing. -Dune bashing."
22. 04:59 SOUNDBITE (English): Ginger Houston-Ludlam, mother of Carmen Houston-Ludlum:
(on how this opportunity is exciting for daughter)
"I've been to the UAE once before, and not only is it a beautiful place and I'm really excited to go back, but this is a marvelous opportunity to show that ability is not limited, you know, opportunities are not limited by disability. I mean, this gives her the opportunity to be everything she loves to be on the world stage."
23. 05:25 Athletes and Tim Shriver holding the EFOH
24. 05:29 SOUNDBITE (English): Charles Gaines, athlete competing in the Special Olympics:
(on what he's excited about the most)
"I'm excited about traveling outside of the United States and representing Team USA as a member of the Special Olympics team.
25: 05:54 Pan down off event space in UAE Embassy
25. 05:52 Pan up of Special Olympics event banner
SOURCE: SNTV
DURATION: 06:03
STORYLINE:
The flame of the Special Olympics is welcomed at the Embassy of United Arab Emirates in Washington, D.C., Tuesday, before being jetted off to Abu Dhabi where the Special Olympics World Games 2019 is being held in March.
UAE Ambassador to the United States Yousef Al Otaiba and Chairman to the Special Olympics Tim Shriver spoke on the importance the event will have for the region, as the Games will be hosted in a Middle Eastern country for the first time.
Inclusion and acceptance by those with intellectual disabilities are also topics that are touched upon.
U.S. Special Olympics athletes in track, cheer, dance, and swimming, were also in attendance and were able to view the Eternal Flame of Hope and take pictures with it.
All attendees were cheered on by the Cheer of Special Olympics Cheerleaders with special chants and red and silver pom-poms adding a festive spirit to the event.