শ্রীনগর, 7 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্থানের । আজ বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । কোনও হতাহতের খবর নেই ।
গতকাল শোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় । সেখানে অভিযান চালায় সেনা । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা । জবাব দেন সেনা জওয়ানরাও ।
এর আগে সোমবার রাজৌরি জেলাযর নৌসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । শহিদ হন এক জুনিয়র কমিশনড অফিসার ।
কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা । যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও । পাকিস্তান সেনার গুলিতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ।